For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৩০ নভেম্বর বিজেপির সভায় অনুমতি নয়, কলকাতা পুরসভা অনড়ই

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

বিজেপি
কলকাতা, ২৭ নভেম্বর: যে যাই বলুক, বিজেপিকে ৩০ নভেম্বর ভিক্টোরিয়া হাউসের সামনে জনসভা করতে দেবে না শাসক দল। তাদের চাপে কলকাতা পুরসভা জানিয়ে দিয়েছে, অনুমতি দেওয়ার কোনও প্রশ্নই নেই। যদি বিজেপির চ্যালেঞ্জ, ওই জায়গাতেই তারা জনসভা করবে।

৩০ নভেম্বর 'উত্থান দিবস' পালন করবে বিজেপি। দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ আসবেন। কিন্তু কলকাতা পুলিশ, পুরসভা এবং দমকল তৃণমূল কংগ্রেসের চাপে বেঁকে বসেছে। জনসভার অনুমতি দিচ্ছে না তারা। এ ব্যাপারে কলকাতা হাই কোর্টে গিয়েছে বিজেপি। আদালত আলোচনা সাপেক্ষে ঐকমত্যে পৌঁছতে পরামর্শ দিয়েছিল। অভিযোগ, তার পরও নরম হয়নি সংশ্লিষ্ট পক্ষগুলি। এর ফলে বিজেপি এবং রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেস আবারও সম্মুখ সমরে নামতে চলেছে।

অথচ ২১ জুলাই 'শহীদ দিবস' উপলক্ষে ভিক্টোরিয়া হাউসের সামনে বহুদিন ধরে জনসভা করে আসছে তৃণমূল। বাম জমানাতেও তারা বাধা পায়নি। ক্ষমতায় এসে তো নয়ই! তা হলে বিজেপির সভা ঘিরে এত টালবাহানা কেন প্রশাসনের? ওয়াকিবহাল মহলের মতে, এই সভায় রেকর্ড ভিড় হবে বলে আশা করা হচ্ছে। পুরভোটের আগে এর জেরে তৃণমূল কর্মীদের মনোবল ধাক্কা খেতে বাধ্য। সারদা ও বর্ধমান-কাণ্ডে এখন নাজেহাল অবস্থা শাসক দলের। এর ওপর যদি দলের কর্মীদের মনোবলও চিড় খায় বিজেপির সভায় ভিড় দেখে, তা হলে সেটা সুখকর হবে না তৃণমূল কংগ্রেসের কাছে।

English summary
No permission for BJP rally on November 30, KMC still stubborn
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X