For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

খাগড়াগড়কাণ্ডে মাস্টারমাইন্ড-সহ ধৃত ৫ জঙ্গিকে হেফাজতে নিল এনআইএ

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ১২ অক্টোবর : খাগড়াগড়কাণ্ডের মাস্টারমাইন্ড জবিরুল ইসলাম, ইউসুফ শেখ-সহ পাঁচ জেএমবি-জঙ্গিকে নিজেদের হেফাজতে নিল এনআইএ। বৃহস্পতিবারই এনআইএ-র আইনজীবীরা আদালতে আবেদন জানান ধৃত জঙ্গিদের হেফাজতে চেয়ে। বিচারক এনআইএ-র সেই আবেদন মঞ্জুর করে পাঁচ জঙ্গিকেই ২৭ অক্টোবর পর্যন্ত এনআইএ হেফজাতের নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর রাতে দফায় দফায় অভিযান চালিয়ে শিলচর ও উত্তর ২৪ পরগনা থেকে গ্রেফতার করা হয় জঙ্গিদের। পুজোর আগে উত্তর-পূর্ব ভারতে বড়সড় নাশকতার ছক বানচাল করে খাগড়াগড় তদন্তে বড় ধরনের সাফল্য এনে দেয় এসটিএফ। ধৃত ইউসুফ, জবিরুল, কালাম, রফিক ও সইদুলরা সবাই বাংলাদেশের জামাত-উল মুদাহিদিনের সক্রিয় সদস্য।

খাগড়াগড়কাণ্ডে মাস্টারমাইন্ড-সহ ধৃত ৫ জঙ্গিকে হেফাজতে নিল এনআইএ

এদের মধ্যে রফিক ও জবিরুল বাংলাদেশি। তাদের কাছ থেকে ডিটোনেটর, আইইডি ও অন্যান্য বিস্ফোরক উদ্ধার হয়েছিল।
ট্রানজিট রিমান্ডে তাদের কলকাতায় নিয়ে আসার পর এতদিন এসটিএফের আধিকারিকরাই জিজ্ঞাসাবাদ করছিলেন। এবার এনআইএ ধৃতদের জেরা করতে চাইছে। সেই কারণেই খাগড়াগড়কাণ্ডের অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিল এনআইএ।

জেএমবি জঙ্গিদের নেটওয়ার্ক ভারতের বিভিন্ন প্রদেশে ছড়িয়ে রয়েছে। পশ্চিমবঙ্গের বাইরেও এদের নেটওয়ার্ক খুব স্ট্রং। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জঙ্গিদের জেরা করে জানতে চাইছে কোন কোন জায়গায় তারা ঘাঁটি গেড়ে রয়েছে। তা নিকেশ করাই মূল লক্ষ্য গোয়েন্দা সংস্থার।

English summary
Nia taken the Coustody Of Arrested six militant
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X