For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে ধর্মঘটের দিনও সচল শহর কলকাতা

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ২ সেপ্টেম্বর : শ্রমিক সংগঠনগুলির ডাকে হওয়া ধর্মঘটের কোনও প্রভাব পড়েনি কলকাতা শহরের যান চলাচলে। এদিন কেন্দ্রের বিরুদ্ধে ১৪ দফা দাবিতে সিটু সহ অন্যান্য কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি বনধ ডেকেছে। সারা ভারতে এই বনধে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেলেও এদিন শহর কলকাতায় যান চলাচল ছিল একেবারে স্বাভাবিক। [বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া ধর্মঘটের প্রভাব পড়ল না রাজ্যে]

তবে এদিন শহর কলকাতার যান চলাচল পুরোপুরি স্বাভাবিক রাখতে বদ্ধপরিকর ছিল প্রশাসন। নিত্যদিনের মতোই শহরে যানবাহনগুলি পথে নেমেছে। যারা রাস্তায় বেরিয়েছেন তাদের কর্মস্থলে বা গন্তব্যে পৌঁছতে কোনওরকম অসুবিধা হয়নি বলেই জানা গিয়েছে।

মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া নিয়ে ধর্মঘটের দিনও সচল শহর কলকাতা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যে কোনও বনধ হবে না। ধর্মঘট বিফল করতে ডাক দিয়েছেন তিনি। এদিন রাস্তায় নামা কোনও গাড়ির ক্ষতি হলে সরকারি তরফে সেই ক্ষতিপূরণের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেই আশ্বাস পাওয়ার পরই সকলে গাড়ি নিয়ে রাস্তায় নেমেছে।

শহর কলকাতায় এদিন দু'একটি জায়গা ছাড়া কোথাও বড় কোনও অশান্তির খবর পাওয়া যায়নি। তবে মুখ্যমন্ত্রীর কথায় কাজে আসতে হবে বলে বহু সরকারি কর্মী বৃহস্পতিবারই কর্মস্থলে থেকে গিয়েছেন রাতে। এছাড়া বনধের জেরে কিছু লোক রাস্তায় নামেননি। ধর্মঘটে সামিল শ্রমিকরাও পথে নামেননি। ফলে রাস্তাঘাট স্বাভাবিকভাবেই কিছুটা ফাঁকা ছিল।

সেজন্যই অন্যদিন যতটা সময় বাড়ি থেকে অফিস পৌঁছতে লাগে, এদিন তার চেয়ে অনেকটা কম সময় লেগেছে বলে জানিয়েছেন যাত্রীরা। কলকাতার শিল্পতালুক সেক্টর ফাইভ একেবারে স্বাভাবিক রয়েছে। তবে রাস্তা খানিক ফাঁকা বলেই জানিয়েছেন এলাকার অটো ও রিক্সা চালকেরা। তবে সবমিলিয়ে শহরে বনধের কোনও প্রভাব পড়েনি।

English summary
Nationwide Strike : City of Kolkata is not affected
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X