For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এক জনকে ধরে নিয়ে গেলে এক লক্ষ কর্মী তৈরি হবে, হুঁশিয়ারি মমতার

‘আমার দলের সবাইকে ধরে নিয়ে যাক। নতুন আরও এক ঝাঁক কর্মী তৈরি হবে। এক জন গেলে এক লক্ষ কর্মী তৈরি হবে।’

Google Oneindia Bengali News

কলকাতা, ২৪ মার্চ : আবার কড়া ভাষায় কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, 'আমার দলের সবাইকে ধরে নিয়ে যাক। নতুন আরও এক ঝাঁক কর্মী তৈরি হবে। এক জন গেলে এক লক্ষ কর্মী তৈরি হবে। আমাকে ওসব সিবিআই জুজু দেখিয়ে দমানো যাবে না। সবাইকে জেলে পুরলেও আমার প্রতিবাদ চলতেই থাকবে।'[১৬০০ কোটি বকেয়া মেটায়নি কেন্দ্র, রেশনে বঞ্চনার অভিযোগ মমতার]

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন, নোট বাতিল কাণ্ডে তিনি সরব হয়েছিলেন বলেই সিবিআই লেলিয়ে দিয়ে বিপাকে ফেলার চেষ্টা করা হচ্ছে। কুঠসা আর অপপ্রচার করে রাজ্যকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালাচ্ছে কেন্দ্র। ভয় দেখিয়ে সবার মুখ বন্ধ করতে চাইছে কেন্দ্র।[কুৎসা ও অপপ্রচার সলিউশন নয়, পলিউশন, মুখ্যমন্ত্রীর তোপ কেন্দ্রকে ]

এক জনকে ধরে নিয়ে গেলে এক লক্ষ কর্মী তৈরি হবে, হুঁশিয়ারি মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা হুঁশিয়ারি, সবাইকে জেলে পুরলেও আমার প্রতিবাদ চলবে। আমাকে ভয় দেখানো যাবে না। একজনকে আঘাত করলে ৫০ জন রুখে দাঁড়াবে। মনে রাখবেন এক জন গেলে আমি এক লক্ষ কর্মী তৈরি করতে পারি। তাই আমার দলের সবাইকেও যদি ধরে নিয়ে যায় কেন্দ্রের সিবিআই, তাতে আরও এক ঝাঁক কর্মী তৈরি হবে।

গতকালই তিনি জানিয়েছিলেন, তাঁর দলে ভবিষ্যতের জন্য তৈরি রয়েছে। তিনি না থাকলেও এই দল থাকবে। প্রবীণ-নবীনের কম্বিনেশনে তৈরি তাঁর ভবিষ্যৎ টিম। সেই টিমকে এত সহজে দমানো যাবে না।

English summary
Mamata warns central government, One lakh of the workers to be made, when one gone
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X