For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বৈশাখের আগমনেই রদবদল চূড়ান্ত, মমতার মন্ত্রিসভায় চন্দ্রিমার মতো আরও অনেকে

নতুন বর্ষেই তৃণমূলের মন্ত্রিসভায় রদবদল। দক্ষিণ কাঁথি থেকে জয়ী চন্দ্রিমা ভট্টাচার্যকে এবার নিজের মন্ত্রিসভায় ফিরিয়ে আনছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Google Oneindia Bengali News

কলকাতা, ১৪ এপ্রিল : নতুন বর্ষেই তৃণমূলের মন্ত্রিসভায় রদবদল। দক্ষিণ কাঁথি থেকে জয়ী চন্দ্রিমা ভট্টাচার্যকে এবার নিজের মন্ত্রিসভায় ফিরিয়ে আনছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু চন্দ্রিমাই নন, আরও কয়েকজন নতুন মুখ আসতে চলেছে মন্ত্রিসভায়। সেইসঙ্গে সাংগঠনিক রদবদল করা হবে বলেও ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার উপনির্বাচনের ফলাফল ঘোষণার পরই মমতার মুখে চওড়া হাসি। তিনি জনসমক্ষেই স্বীকার করতেন, খুব মিস করিছ চন্দ্রিমাকে। চন্দ্রিমা খুব ভালো কাজ করত। এবার চন্দ্রিমা জিততেই মমতা বললেন, এবার মন্ত্রী করব চন্দ্রিমাকে। ভালো দায়িত্বই তাঁকে দেওয়া হবে বলে জানিয়েছেন মমতা। জল্পনা চলছে, তাঁকে স্বাস্থ্য দফতরের দায়িত্বেই আনতে পারেন মমতা। তা না হলে আইন দফতরে আনার সম্ভাবনা রয়েছে।

বৈশাখেই মমতার মন্ত্রিসভায় চন্দ্রিমা, সাংগঠনিক রদবদলও

নতুন বছরে সংগঠনে রদবদল করতে বদ্ধপরিকর তিনি। ২১ এপ্রিল সাংগঠনিক নির্বাচন হতে চলেছে। এই নির্বাচনের মাধ্যমেই নয়া সংগঠন তৈরি হবে। ওয়ার্কিং কমিটিতেও আসবে পরিবর্তন। অভিষেককে ওয়ার্কিং কমিটির সদস্য করা হতে পারে। মন্ত্রিসভা থেকে কয়েকজনকে সংগঠনের কাজে আনা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন মমতা।

সামনেই পঞ্চায়েত নির্বাচন। সেদিক মাথায় রেখেই সংগঠনকে ঢেলে সাজাতে চাইছেন দলনেত্রী। কাজের মানুষকে আনতে চাইছেন সংগঠনে। কাজের মানুষ আনতে চাইঠেন মন্ত্রিসভাতেও। চন্দ্রিমার মতো কয়েকজনকে বিভিন্ন প্রকল্পের বাস্তব রূপায়ণ ঘটানোই তাঁর লক্ষ্য। ভরসার মুখের অনুপস্থিতিতে মমতাকে অনেক ব্যাপারেই আমলাদের মুখাপেক্ষী হয়ে থাকতে হয়ষ সেই নির্ভরতা কাটাতেও তৎপর মুখ্যমন্ত্রী।

English summary
Mamata Banerjee will reshuffle her cabinet in this April
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X