For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দু'দিন বাদেই রাজ্যবাসীর হাতে আসতে চলেছে ডিজিটাল রেশন কার্ড

শুক্রবার থেকেই রাজ্যবাসীর হাতে আসতে চলেছে নতুন ডিজিটাল রেশন কার্ড। রাজ্য খাদ্য দফতর সূত্রে এমন তথ্য জানা গিয়েছে। সেজন্য জেলার বিভিন্ন খাদ্য দফতরগুলিতে নতুন ডিজিটাল রেশন কার্ড পৌঁছে গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ১৪ ডিসেম্বর : শুক্রবার থেকেই রাজ্যবাসীর হাতে আসতে চলেছে নতুন ডিজিটাল রেশন কার্ড। রাজ্য খাদ্য দফতর সূত্রে এমন তথ্য জানা গিয়েছে। সেজন্য জেলার বিভিন্ন খাদ্য দফতরগুলিতে নতুন ডিজিটাল রেশন কার্ড পৌঁছে গিয়েছে।

সরকারি সূত্রে খবর, ইতিমধ্যে কলকাতা ও জেলাগুলিতে নির্দেশ দেওয়া হয়ে গিয়েছে। শুক্রবার থেকে বিলি শুরু হবে। জেলাগুলিতে পঞ্চায়েত ও পুরসভার মাধ্যমে কার্ড বিলি হবে। কীভাবে তা বিলি করা হবে তা পঞ্চায়েত অথবা পুরসভা ঠিক করবে।

দু'দিন বাদেই রাজ্যবাসীর হাতে আসতে চলেছে ডিজিটাল রেশন কার্ড

এই বিষয়ে রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, এই ধরনের রেশ কার্ড তৈরিতে খানিক সময় লেগেছে ঠিকই তবে রাজ্যে যে সমস্ত ভুয়ো কার্ড ছিল তা এর ফলে পুরোপুরি বাতিল হল। ভুয়ো কার্ডের মাধ্যমে গরিব মানুষের জন্য সরকারের দেওয়া চাল, গম তুলে নেওয়া হচ্ছিল। ফলে আসল মানুষ তা পাচ্ছিলেন না।

তবে এবার নতুন ডিজিটাল কার্ড এসে যাওয়ায় রেশন জালিয়াতি কমবে ও গণবণ্টন ব্যবস্থাকে মজবুত করে আমজনতার কাছে চাল-গম পৌঁছে যাবে।

প্রসঙ্গত, রাজ্যের ৮ কোটির বেশি মানুষ রেশন থেকে দ্রব্য নিয়ে ব্যবহার করেন। এর মধ্যে ৬ কোটির বেশি মানুষ ২ টাতা কেজি দরে চাল-গম পান।

English summary
Mamata Banerjee's Bengal govt will distribute digital ration card from Friday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X