For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জোড়া ফলায় মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়

একদিকে মিড ডে মিল-এ আধার কার্ড বাধ্যতামূলক করার প্রতিবাদ। অন্যদিকে ট্রম্পের রাজত্ব ভারতীয়দের আক্রান্তের ঘটনায় মোদীর নীরবতার বিরুদ্ধে সরব— মোদীর বিরুদ্ধে লড়াই জারি মুখ্যমন্ত্রীর।

Google Oneindia Bengali News

কলকাতা, ৬ মার্চ : জোড়া ফলায় মোদীর বিরুদ্ধে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবার যুদ্ধ শুরু কেন্দ্র বনাম রাজ্যের। মিড ডে মিলে আধার কার্ড বাধ্যতামূলকের কেন্দ্রীয় ফরমান নিয়ে যুদ্ধ শুরু করেছিলেন একদিন আগেই, এবার আমেরিকায় ভারতীয় খুন নিয়ে মোদী সরকারকে বিঁধলেন দ্ব্যর্থহীন ভাষায়। সুষমা স্বরাজকে দিলেন চিঠি। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই আমেরিকায় আক্রান্ত হচ্ছেন ভারতীয়রা, তবু মোদী নীরব কেন? আর্জি জানালেন দ্রুত ব্যবস্থা নেওয়ার।

মিড ডে মিলে আধার কার্ড বাধ্যতামূলকের কেন্দ্রীয় ফরমানের বিরুদ্ধে এদিনই মহানগরের রাজপথে প্রতিবাদে নেমেছে তৃণমূল কংগ্রেস। চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে মহিলা কংগ্রেস সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানি রাসমনি রোড পর্যন্ত মিছিল করে। মোদী সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হন তৃণমূল নেতা-কর্মীরা।

জোড়া ফলায় মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়

তৃণমূল মহিলা কংগ্রেস যখন কেন্দ্রের মিড ডে মিলে আধারকার্ড ফতোয়ার বিরুদ্ধে মিছিল করছে, তখন বিধায়ক ও মন্ত্রীরা বিধানসভায় বিক্ষোভ দেখালেন মোদী সরকারের বিরুদ্ধে। মোদী সরকারে মৌনতার ব্যাখ্যা চাইলেন। সেইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে। অবিলম্বে আমেরিকায় ভারতীয়দের নিরাপত্তার ব্যবস্থা করার আর্জি জানালেন উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী।

এর আগে নোট বাতিল ইস্যুতে রাজ্য তথা দেশজুড়ে প্রবল আন্দোলনের ঢেউ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার জোড়া ফলায় আন্দোলন। একদিকে মিড ডে মিল-এ আধার কার্ড বাধ্যতামূলক করার প্রতিবাদ। অন্যদিকে ট্রম্পের রাজত্ব ভারতীয়দের আক্রান্তের ঘটনায় মোদীর নীরবতার বিরুদ্ধে সরব- মোদীর বিরুদ্ধে লড়াই জারি মুখ্যমন্ত্রীর।

English summary
Mamata Banerjee is attacking mood against against Modi government with Pair weapon.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X