For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্ষমতায় আছি বলে বুলডোজ করব, গণতন্ত্র তা মেনে নেবে না, কেন্দ্রকে তোপ মমতার

কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে লড়াই জারি রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে বিজেপির বিপুল জয়ের পরও কেন্দ্রের বিরুদ্ধে তাঁর অবস্থান থেকে এক চুলও সরলেন না বাংলার মুখ্যমন্ত্রী।

Google Oneindia Bengali News

কলকাতা, ১৪ মার্চ : কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে লড়াই জারি রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে বিজেপির বিপুল জয়ের পরও কেন্দ্রের বিরুদ্ধে তাঁর অবস্থান থেকে এক চুলও সরলেন না বাংলার মুখ্যমন্ত্রী। মঙ্গলবার নজরুল মঞ্চের সভা থেকে কেন্দ্রকে কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, গণতন্ত্রে কেউ হারবে, কেউ জিতবে, এটাই পরম্পরা। ক্ষমতায় আছি বলে গায়ের জোরে বুলডোজ করব, এ জিনিস গণতন্ত্র কখনও মেনে নেবে না। শেষ কথা বলবে ভারতের মানুষই।[সহায়ক মূল্যে আলু কিনবে সরকার, রফতানিতেও ভর্তুকি, নন্দীগ্রাম দিবসে ঘোষণা মমতার]

মমতা বলেন, আমরা চাই কেন্দ্র ও রাজ্য যৌথ বোঝাপড়ার মধ্য দিয়ে এগিয়ে চলুক। কখনও কেউ ক্ষমতায় আসবে, কখনও চলে যাবে। কিন্তু পরম্পরা যেন বজায় থাকে। গণতান্ত্রিক ভাবধারা যেন বজায় থাকে। গণতান্ত্রিক রাষ্ট্রে একে অপরকে সম্মন জানাবো এটাই রীতি। হার-জিৎই শেষ কথা নয়। শেষ কথা ভারতের মানুষ। সরকারের উচিত প্রতিটা মানুষকেই সমান চোখে দেখা।['আগে চিকিৎসা, পরে টাকা', বেসরকারি হাসপাতালকে ফের বার্তা দিলেন মমতা ]

ক্ষমতায় আছি বলে বুলডোজ করব, গণতন্ত্র তা মেনে নেবে না, কেন্দ্রকে তোপ মমতার

এদিন আধার কার্ড ইস্যুতেও কেন্দ্রের বিজেপি সরকারকে একহাত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, কিষাণ কার্ড, একোশ দিনের কাজ আধার কার্ড না থাকলে হবে না, মিডডে মিল আধার কার্ড না থাকলে পাবে না। এসবের মানে কী? এখনও সবার হাতে আধার কার্ড তুলে দিতে পারোনি। তোমাদের দায়িত্ব ছিল, তোমরা তা করতে পারোনি। যতক্ষণ আধার কার্ড না হবে, মানুষ করবে টা কী! আমাদের কোনও অধিকার আছে গরিব মানুষকে অধিকার থেকে বঞ্চিত করার।

মমতা বলেন, একটা দেশবাসীকে খেতে দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোঁসাই হয়ে যাচ্ছে। বিজেপিকে নিশানা করে তাঁর পরোক্ষ হুঁশিয়ারি, ক্ষমতা আজ আছে, কাল থাকবে না। এখন ক্ষমতা আছে বলে বুলডোজ চালিয়ে যাবো, তা গণতন্ত্র মেনে নেবে না। এটাই হল সভ্যতা, এটাই সংস্কৃতি, এটাই গণতন্ত্র, এটাই সংবিধান।

English summary
Mamata Banerjee attack Modi Government of central, democracy don't accept arrogance of power.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X