For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিধানসভায় বিতণ্ডা : মুখ্যমন্ত্রীকে কটাক্ষ আবদুল মান্নানের, পাল্টা কটাক্ষ মমতারও

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ২৩ জুন : বাকবিতণ্ডা ও কটাক্ষের মধ্যে দিনেই এদিন চলল রাজ্য বিধানসভার অধিবেশন। কখনও কটাক্ষ শুনতে হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, কখনও আবার পাল্টা দিলেন তৃণমূল নেত্রী।

এদিন অধিবেশনের শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবি নিয়ে কটাক্ষ করেন বিরোধী দলনেতা তথা কংগ্রেস বিধায়ক আবদুল মান্নান। মমতাকে নিশানা করে বলে ওঠেন, "কালীঘাটের ময়না, সত্যি কথা কয় না"। ব্যস এরপরই একেবারে রে রে করে ওঠেন তৃণমূল বিধায়করা।

মুখ্যমন্ত্রীকে কটাক্ষ আবদুল মান্নানের, পাল্টা কটাক্ষ মমতারও

বিধানসভার অন্দরেই তীব্র বাদানুবাদ শুরু হয়ে যায়। বেশ কয়েকজন বিধায়ক নাকি তেড়ে যান আবদুল মান্নান ও সুজন চক্রবর্তীর দিকে। তবে কয়েকজন তৃণমূল বিধায়ক পরিস্থিতি সামলান।

এরপর বক্তব্য রাখতে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা কটাক্ষ ফিরিয়ে দেন তিনিও। আবদুল মান্নানকে 'চ্যাংড়ামো' না করার পরামর্শ দিয়ে তৃণমূল নেত্রী জোটকে নীতিহীন ও আদর্শহীন বলে কটাক্ষ করেন। এমনকী এই জোট করে কংগ্রেসকে শিকেয় তুলছে বলেও শ্লেষ উঠে আসে মমতার কথায়।

পাল্টা মান্নান সাহেব ফের জানান, বামেদের সঙ্গে আমরা প্রকাশ্যে জোট করেছি। জোট থাকবে। তবে এসবের আগেই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় একবার সতর্ক করেন আবদুল মান্নানকে। বিধানসভায় অশোভনীয় কিছু বলতে বারণ করেন। তবে সবমিলিয়ে গোটা দিনই টানটান উত্তেজনা ছিল বিধানসভা কক্ষে।

English summary
Mamata Banerjee and Abdul Mannan slams each other in State Assembly session, kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X