For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দুর্গামূর্তির সঙ্গে 'সেলফি' তুললে আইনি ব্যবস্থা নেবে কলকাতা পুলিশ!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ১৩ সেপ্টেম্বর : দুর্গাপুজোয় ঘুরে বেড়ান, আনন্দ করুন, মণ্ডপে মণ্ডপে বসে আড্ডা মারুন। জমিয়ে খান, ফূর্তি করুন। এসবের কোনওটাতেই অসুবিধা নেই। তবে দেবী দুর্গার মূর্তির সঙ্গে সেলফি তুলেছেন কি ফ্যাসাদে পড়তে পারেন। আইনি ব্যবস্থা নিতে পারে কলকাতা পুলিশ। [দুর্গাপুজো বা নবরাত্রির ৯টি দিনের গুরুত্ব]

আজ্ঞে হ্যাঁ। আসন্ন দুর্গাপুজোয় এমনই নিয়ম বলবৎ করার ভাবনাচিন্তা করছে কলকাতা পুলিশ। দেবী দুর্গা হোক বা তাঁর পুত্র-কন্যা, কারও দিকে পিঠ ঘুরিয়ে সেলফি তুলেছেন তো আপনার রক্ষা থাকবে না। [পুজোর মরশুমে বেরিয়ে আসুন এই জায়গাগুলিতে]

দুর্গামূর্তির সঙ্গে 'সেলফি' তুললে আইনি ব্যবস্থা নেবে পুলিশ!

এব্যাপারে কলকাতা পুলিশের বক্তব্য, সেলফি শিকারী হোক অথবা ছবি শিকারী, এই গোষ্ঠীর লোকেরা ভিড়ের মধ্যে সবচেয়ে বেশি মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়। এদের কারণে মণ্ডপে মণ্ডপে সঠিকভাবে চলাফেরা দায় হয়ে ওঠে। ভিড় সামাল দিতে পুলিশের গোটা পরিকল্পনাই ভেস্তে যায় শুধুমাত্র সেলফি শিকারীদের কারণে। [পিস্তল নিয়ে সেলফি তুলতে গিয়ে গুলিবিদ্ধ মহিলা]

পুলিশের আরও বক্তব্য, ভিড়ের মধ্যে হঠাৎ দাঁড়িয়ে পড়ে একা বা দল বেঁধে সেলফি তুললে তো কথাই নেই, কয়েক সেকেন্ডে পিছনে শ'য়ে শ'য়ে লোকের লাইন পড়ে যায়। আর তা সামাল দিতে কালঘাম ছুটে যায় পুলিশ থেকে শুরু করে পুজো উদ্যোক্তাদের। [ঘন ঘন সেলফি তুললে অল্প বয়সেই বুড়িয়ে যাবে ত্বক, মত চিকিৎসকদের]

আর সেজন্যই এবছর আগে থেকে সতর্কতা অবলম্বন করতে চাইছে কলকাতা পুলিশ। আইনি পদক্ষেপ যদি একান্তই না নেওয়ার সিদ্ধান্ত হয়, নিদেনপক্ষ্যে জরিমানার নিয়ম অবশ্যই বলবৎ হতে চলেছে বলে জানা গিয়েছে।

অনেকেই এই শুনে পুলিশের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। কারও কারও বক্তব্য, দুর্গাপুজো বাঙালির সবচেয়ে বড় উৎসব। সারাবছর ধরে এইসময়ের জন্য সকলে অপেক্ষা করেন। আর সেলফি তোলা কোনও অপরাধ নয়। ফলে পুলিশ এমন নিয়ম বলবৎ করতে পারে না।

English summary
Kolkata police to ban selfie with deities in Durga Puja
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X