For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এই প্রথম কলকাতা চলচ্চিত্র উৎসবের সূচনা বাংলা ছবি দিয়ে, উদ্বোধন করবেন বিগ বি

এবারই প্রথম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হবে বাংলা সিনেমার হাত ধরে। বাংলা সিনেমা দিয়েই শুরু হবে রুপোলি পর্দার এই উৎসব।

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ৪ নভেম্বর : এবারই প্রথম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হবে বাংলা সিনেমার হাত ধরে। বাংলা সিনেমা দিয়েই শুরু হবে রুপোলি পর্দার এই উৎসব। নন্দন প্রাঙ্গনে কলকাতা চলচ্চিত্র উৎসবের পোস্টার প্রকাশ অনুষ্ঠানে ঘোষণা হল বাংলা সিনেমার এই 'জয়গান'। উপস্থিত মন্ত্রী অরূপ বিশ্বাস, চিত্র পরিচালক গৌতম ঘোষ, তথ্য সংস্কৃতি দফতরের প্রধান সচিব অত্রি ভট্টাচার্য প্রমুখ।

এবার কলকাতা চলচ্চিত্র উৎসবে বিশেষ মর্যাদা দেওয়া হচ্ছে চিনকে। চিনের সাতটি সিনেমা দেখানো হবে। এবারও প্রদীপ প্রজ্বলন করে কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন অমিতাভ বচ্চন। উপস্থিত থাকবেন জয়া বচ্চন, সঞ্জয় দত্ত, কাজল প্রমুখ। ১১ থেকে ১৮ নভেম্বর এই উৎসবে ৬৫টি দেশের মোট ১৫৫টি সিনেমা দেখানো হবে। শেক্সপিয়ারের ৪৫০তম মৃত্যুবার্ষিকীতে বিশেষ তথ্যচিত্র 'লিটারেচার অ্যান্ড সিনেমা'ও দেখানো হবে। থাকছে ১৩৬টি ডকুমেন্টারিও।

এই প্রথম কলকাতা চলচ্চিত্র উৎসবের সূচনা বাংলা ছবি দিয়ে, উদ্বোধন করবেন বিগ বি

হতে পারে আন্তর্জাতিক উৎসব। কিন্তু তা তো অনুষ্ঠিত হয় এই বাংলার বুকে। অথচ কোনওদিনও বাংলা ছবি দিয়ে উৎসব উদ্বোধনের ভাবনা সংগঠিত হয়নি। এবার বাইশতম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে তা হতে চলেছে। এবার চলচ্চিত্র উৎসবের থিম 'সিনেমার সবাই, সবার সিনেমা'৷ কেনজি মিজোগুচি, গ্রেগরি পেক আর কানন দেবী, আক্ষরিক অর্থেই বাইশতম চলচ্চিত্র উৎসব এক কথায় বৈচিত্রের সমাহার৷ সত্যজিৎ এর আঁকা নন্দনের মডেলই তুলে ধরা হয়েছে পোস্টারে৷

সচিব অত্রি ভট্টাচার্য জানিয়েছেন, সকলের কাছে চলচ্চিত্রকে পৌঁছে দিতে এবারও থাকছে পাড়ায় পাড়ায় সিনেমা৷ টানা সাতদিন একসঙ্গে চলমান ছবি দেখার শপথ নিয়েছে তিলোত্তমা৷ কলকাতার ১০৫টি গুরুত্বপূর্ণ জায়গায় সম্প্র্রচারিত হবে সেটি৷ থাকছে মহিলা পরিচালিত সেরা চলচ্চিত্র, সেরা মহিলা পরিচালকের ছবি।

English summary
Kolkata Film festival will inaugurate Amitabh Bachchan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X