For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নোট বাতিলের ধাক্কা কলকাতা বইমেলাতেও!

নোট বাতিলের প্রভাব পড়বে কলকাতা বইমেলাতেও, এই আশঙ্কাতেই রয়েছেন বইমেলার উদ্যোক্তারা। নোট বাতিলের জেরে শুধু যে বইয়ের বিক্রিতে প্রভাব পড়বে তা নয়, বরং বাংলা ভাষার বইয়ের সরবরাহেও একটা বড় ধাক্কা লাগবে।

Google Oneindia Bengali News

কলকাতা, ১৪ ডিসেম্বর : নোট বাতিলের প্রভাব পড়বে কলকাতা বইমেলাতেও, এই আশঙ্কাতেই রয়েছেন বইমেলার উদ্যোক্তারা। নোট বাতিলের জেরে শুধু যে বইয়ের বিক্রিতে প্রভাব পড়বে তা নয়, বরং বাংলা ভাষার বইয়ের সরবরাহেও একটা বড় ধাক্কা লাগবে।

পাবলিশার্স এন্ড বুক সেলার্স গিল্ডের সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়ের কথায়, "আমাদের সবচেয়ে বড় সমস্যা হল বই ছাপা। বইগুলো আসবে কোথা থেকে? যারা বই ছাপা ও বাধাইয়ের কাজ করছে তারা কি চেক নেবে নাকি ডিজিটাল ওয়ালেটে টাকা নেবে।"

নোট বাতিলের ধাক্কা কলকাতা বইমেলাতেও!

ইংরাজি ভাষার বই অধিকাংশই মেশিনে ছাপা হয়, বা বাইরে থেকে আসে। তাই সেক্ষেত্রে খুব একটা প্রভাব পড়বে না। কিন্তু বাংলা-সহ অন্যান্য আঞ্চলিক ভাষার পাবলিশাররা বেশি সমস্যায় পড়ছেন, মন্তব্য ত্রিদিববাবুর।

উদ্যোক্তাদের আশঙ্কা নতুন বইয়ের ছাপা মার খাবে ৫০ শতাংশ আর পুরনো বইয়ের ছাপা মার খাবে এক পঞ্চমাংশ।

আগামী জানুয়ারি মাসের ২৫ তারিখ থেকে মিলন মেলা প্রাঙ্গণে শুরু হচ্ছে বইমেলা। চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। গত বছরে ২৫ কোটি টাকার ব্যবসা হয়েছিল এবার তা কমবে বলেই আশঙ্কা উদ্যোক্তাদের। তবে স্টলের সংখ্যা এখনও কম করার কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

English summary
Kolkata Book Fair Likely To Be Affected By Demonetisation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X