For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতার সমস্ত রাস্তাই এবার সিসিটিভি আওতায়, পুর-পরিকল্পনায় অনুদান এডিবির

এডিবি-র অর্থানুকূল্যে ২৪ ঘণ্টাই জল পরিষেবা চালু রাখা সম্ভব হয়েছে পুরবাসীর জন্য। এবার শহরের নিরাপত্তায় প্রকল্প রূপায়ণে নামছে পুরসভা।

  • |
Google Oneindia Bengali News

কলকাতার নিরাপত্তা বাড়াতে নয়া পরিকল্পনা গ্রহণ করল পুরসভা। এই উন্নয়ন পরিকল্পনায় পুরসভা পাশে পেয়ে গেল এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক (এডিবি)-কেও। কলকাতা পুরসভার পরিবেশ উন্নয়ন প্রকল্পের কাজে সন্তুষ্ট হয়েছে এডিবি। তাই এডিবি এবার কলকাতা পুরসভাকে আরও ১৮ কোটি টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করল।

সম্প্রতি মেয়র শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে এডিবি কর্তার বৈঠক হয়। সেই বৈঠকেই এ ব্যাপারে চূড়ান্ত ছাড়পত্র দেওয়া হয়েছে। মেয়র শোভন চট্টোপাধ্যায় জানান, 'আমরা ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম উন্নয়নের বিষয়ে একটি প্রস্তাব দিয়েছিলাম এডিবি কর্তৃপক্ষকে। সেই কাজে অর্থনৈতিক সহযোগিতার পূর্ণ আশ্বাস মিলেছে।'

কলকাতার সমস্ত রাস্তাই এবার সিসিটিভি আওতায়, পুর-পরিকল্পনায় অনুদান এডিবির

মেয়রের কথায়, 'কলকাতা পুরসভা শহরের নিরাপত্তা বাড়াতে উৎসাহী। সেজন্য পুরসভা শহরের অলিতে-গলিতে সিসিটিভি বসানোর পরিকল্পনা গ্রহণ করে। ইতিমধ্যে ডিপিআর তৈরি করে কলকাতা পুলিশের কাছে পেশ করাও হয়েছে। সেই সংক্রান্ত নথি তুলে দেওয়া হয়েছে এডিবি-র হাতে।

মহানগরবাসীর নিরাপত্তা বাড়াতে কলকাতা পুরসভা ও কলকাতা পুলিশ একযোগে কাজ করবে। খুব শীঘ্রই এই কাজ শুরু করা যাবে বলে জানিয়েছেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। এর আগে এডিবি শহরের জল প্রকল্প সম্প্রসারণে অর্থ দিয়েছিল পুরসভাকে। সেই অর্থে একাধিক বুস্টার পাম্পিং করা হয়েছে। জলপ্রকল্প তৈরি করা হয়েছে। ফলে ২৪ ঘণ্টাই জল পরিষেবা চালু রাখা সম্ভব হয়েছে পুরবাসীর জন্য। এবার শহরের নিরাপত্তায় প্রকল্প রূপায়ণে নামছে পুরসভা।

English summary
KMC take a plan to set cctv camera in every corner of Kolkata. This plan is succeed to help of ADB.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X