For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভাঙড়ে গুলি চালাল কে? উদ্বেগ প্রকাশ করে আদালতের পর্যবেক্ষণে তদন্তের নির্দেশ বিচারপতির

ভাঙড়ে গুলি চালাল কে? কার গুলিতে দু’জন নিরীহ গ্রামবাসীর মৃত্যু হল? বিচারপতি তদন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন।

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ৯ ফেব্রুয়ারি : ভাঙড়ে গুলি চালাল কে? কার গুলিতে দু'জন নিরীহ গ্রামবাসীর মৃত্যু হল? বিচারপতি তদন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন। পুলিশ বা সিআইডি-র তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিচারপতি জয়মাল্য বাগচি জানালেন, ভাঙড়কাণ্ডের নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার। তাই কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণে এবার তদন্ত প্রক্রিয়া এগোবে।[ভাঙড় : আরও দুই নকশাল নেতা গ্রেফতার, নতুন করে অশান্তি শুরু এলাকায়]

বিচারপতি জয়মাল্য বাগচি জানান, সত্য সমানে আসা দরকার। পুলিশ যদি গুলি চালিয়ে থাকে, তবে কোন পরিস্থিতিতে, কেন গুলি চালিয়েছিল তা জানা দরকার। ভাঙড়ে পাওয়ার গ্রিড প্রকল্পকে কেন্দ্র কের সঙ্ঘর্ষে লিপ্ত হয় পুলিশ ও গ্রামবাসী। অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু হয় মফিজুল খান, আলমগির মোল্লার। মফিজুলের বাবা সুকুর আলি সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন।[আরাবুলদের পুষে রাখার মাশুল দিতে হবে তৃণমূলকে]

ভাঙড়ে গুলি চালাল কে? উদ্বেগ প্রকাশ করে আদালতের পর্যবেক্ষণে তদন্তের নির্দেশ বিচারপতির

সুকুর আলির আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় বলেন, ভাঙড়ে পাওয়ার গ্রিড প্রকল্পের বিরোধিতা করে গ্রামবাসীদের শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশ গুলি চালায়। দু'জনের মৃত্যু হয় ওই গুলিতে। যদিও পুলিশের দাবি তারা গুলি চালয়নি। বহিরাগতরা গুলি চালিয়েছিল। রাজ্য সরকার এই তদন্তভার তুলে দেয় সিআইডি-র হাতে। কিন্তু মৃতের পরিবার সিআইডি তদন্ত বিশ্বাসী নয়, তারা সিবিআই তদন্ত দাবি করছে।[কেন ভাঙড়ে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী? হিম্মত নিয়ে প্রশ্ন তুললেন সূর্যকান্ত মিশ্র]

এদিন হাই কোর্ট তদন্তকারীদের ব্যর্থতা তুলে ধরে বলে, এখনও বুলেট উদ্ধার করা হয়নি কেন? ব্যালেস্টিক পরীক্ষা কেন করা হয়নি এখনও, সেই প্রশ্ন তোলেন। সরকারি আইনজীবী বলেন, পুলিশ গুলি চালায়নি। বহিরাগতরা গাড়িতে করে এসে এই গুলি চালিয়েছে। তখনই বিচরপতি উদ্বেগ প্রকাশ করেন, তাহলে তো প্রথমে জানা দরকার কে গুলি চালিয়েছিল। এই বিভ্রান্তি দূর করতে নিরপেক্ষ তদন্ত জরুরি। সেইহেতু এই মামলার কেস ডায়েরি ও তদন্তাকারী অফিসারকে অবিলম্বে পরবর্তী শুনানির দিন উপস্থিত থাকতে বলা হয়েছে। আদালত এই তদন্ত পর্যবেক্ষণ করবেন বলে জানান বিচারপতি জয়মাল্য বাগচি।[বহিরাগতদের নেপথ্যে কে? তিন বছর পর কোন পথে সংগঠিত ভাঙড়ের জমি আন্দোলন?]

English summary
Who shot Bhangar? Judge ordered that this investigation will continue in monitoring of High Court
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X