For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পশ্চিমবঙ্গেও এবার আইএসের ছায়া! বর্ধমানে আটক যুবকের সিরিয়া-যোগ!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ৫ জুলাই : বর্ধমানে আটক যুবক মসিরুদ্দিন ওরফে মজনু শেখকে জেরা করে আইএসআইএসের যোগ পেয়েছেন গোয়েন্দারা। এদিন কলকাতার ভবানীভবনে নিয়ে এসে তাকে জেরা করা হয়। সেখানেই গোয়েন্দারা জানতে পেরেছেন যে ধৃত যুবকের সঙ্গে সিরিয়া ও আফগানিস্তানের যোগাযোগ রয়েছে। [ভারতে আইএস জঙ্গিদের মূল উৎস পশ্চিমবঙ্গ, দাবি গোয়েন্দাদের]

সোমবার হাওড়া স্টেশন থেকে প্রথমে নজরে রাখা হয়েছিল বীরভূমের লাভপুরের বাসিন্দা এই যুবককে। বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জারে ওঠার পরে তাকে দেখে সন্দেহ হয় পুলিশের। হাওড়া থেকে মসিরুদ্দিনকে অনুসরণ করে বর্ধমানে গিয়ে আটক করা হয়। [ফেসবুকে আপনার প্রতিটি পোস্টে নজর রয়েছে আইএস জঙ্গিদের!]

পশ্চিমবঙ্গেও আইএসের ছায়া! বর্ধমানে আটক যুবকের সিরিয়া-যোগ!

এই অভিযানের নেতৃত্বে ছিল বর্ধমান পুলিশ ও রেল পুলিশের একটি দল। প্রথমে সন্দেহ করা হয়েছিল, আটক যুবক বাংলাদেশের জামাত-উল-মুজাহিদিনের সদস্য। পরে তাকে জেরা করে আরও বিস্ফোরক তথ্য সামনে আসে গোয়েন্দাদের। [বাংলা ও তামিলে সবচেয়ে বেশি সক্রিয় আইএসআইএস : কেন্দ্রীয় রিপোর্ট]

গোয়েন্দাদের সন্দেহ, বর্ধমানের খাগড়াগড়ের বিস্ফোরণের সঙ্গে এই যুবকের সম্পর্ক রয়েছে। এমনকী তাকে জেরা করে সিরিয়ায় আইএসের যোগও পাওয়া গিয়েছে বলে দাবি করা হচ্ছে। [আইএসআইএস জঙ্গিদের নিশানায় রয়েছে কোন শহর? জেনে নিন এখানে]

বীরভূমের লাভপুরের বিডিও পাড়ায় বাড়ি মসিরুদ্দিনের। জেরায় সে জানিয়েছে, ধর্মতলা থেকে সে ধারালো অস্ত্র কিনেছিল। এর আগে বেশকিছুদিন সে তামিলনাড়ুতে আত্মগোপন করে ছিল। বাড়িতে ফিরতে সোমবারই সে হাওড়া এসে সেখান থেকে বীরভূমে ফিরছিল। তখনই নজর রেখে তাকে আটক করা হয়।

জানা গিয়েছে, এই যুবক খাগড়াগড়ের অন্যতম অভিযুক্ত আমজাদের বন্ধু। বহুদিন ধরেই এর সন্ধানে ছিল এনআইএ। অবশেষে তাকে ধরা সম্ভব হয়েছে। তাকে জেরা করে এরাজ্যে আইএস মডিউলের খোঁজ পাওয়ার চেষ্টা করছেন গোয়েন্দারা।

English summary
ISIS link in West Bengal, detained youth in Burdwan has terror link, claims Kolkata Police
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X