For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) কলকাতার জনপ্রিয় পুজো মন্ডপগুলি দেখুন এক নজরে

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

আজ বিজয়া দশমী। মনের মাঝে বিষাদের সুর বাজতে শুরু করেছে। বাঙালীর সেরা উৎসবের শেষের দিনে তাই স্বাভাবিক ভাবেই মন খারাপ। আজই উমা ফিরে যাবেন শ্বশুড় বাড়ি। তার পরে আবার এক বছরের প্রতীক্ষা। পুজোর কদিন আড্ডা, প্রতিমা দর্শন, হৈ-হুল্লোর করে কাটাতে কাটাতে এসে পড়েছে দশমী। অনেকেই রাত জেগে ঘুরে ঘুরে প্রতিমা এবং মন্ডপ দর্শন করতে বাড়িয়েছিলেন।

অনেকেই আবার সেই সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। তাদের জন্যই বাংলা ওয়ানইন্ডিয়া-র প্রয়াস, শহর হোক বা শহরতলির অথবা বিভিন্ন জেলার সেরা প্রতিমা এবং মন্ডপগুলিকে বেছে আপনার সামনে হাজির করা। কেউ সাবেক চালে, কেউ আবার থিমের ভরসায় দেবীর আহ্বান করছেন। কোথায় কীভাবে সেজে উঠেছেন, পূজিত হচ্ছেন মহামায়া, কিভাবেই বা সাজানো হয়েছে মন্ডপ তা একঝলকে দেখে নিন ছবিতে। আজকে আমরা দেখে নেব কলকাতার জনপ্রিয় পুজো মন্ডপগুলির এক ঝলক।

ছবি সৌজন্য : মাসুদুর রহিম রুবাই ও ফেসবুক

বেহাল বরিশা ক্লাব

বেহাল বরিশা ক্লাব

কলকাতার জনপ্রিয় পুজোগুলির মধ্যে বেহালা বরিশা ক্লাবের পুজো অন্যতম। এবারে বরিশা ক্লাবের পুজো মন্ডপটি পৃথিবীর আদলে তৈরি করা হয়েছে। মন্ডপের বাইরে এবং ভিতরে বিভিন্ন পুজোর সামগ্রী দিয়ে সাজানো হয়েছে।

কলেজ স্কোয়ার

কলেজ স্কোয়ার

কলেজ স্কোয়ারের পুজো মন্ডপটি গুরুদোয়ারার আদলে তৈরি করা হয়েছে মন্ডপের সামনে জলাধারটিকে সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে।

দেশপ্রিয় পার্ক

দেশপ্রিয় পার্ক

অন্যান্য বারের মতো এবারেও দেশপ্রিয় পার্কের মন্ডপে নতুন চমক দেখা গিয়েছে। মহিষাসুর বা বিশাল আকারের দানবের আকৃতিতে মন্ডপটি তৈরি করা হয়েছে।

যোধপুর পার্ক

যোধপুর পার্ক

দক্ষিণ কলকাতার জনপ্রিয় পুজো গুলির মধ্যে অন্যতম হল যোধপুর পার্কের পুজো। বিশাল আকৃতির গরুর গাড়ির আদলে এখানে মন্ডপ তৈরি করা হয়েছে।

লেবুতলা

লেবুতলা

মহাকাশ ভ্রমনের ইচ্ছা পূরণ হবে লেবুতলার পুজো মন্ডপে গেলে। গোটা মন্ডটি একটি মহাকাশ যানের আদলে তৈরি করা হয়েছে। মন্ডপের সঙ্গে আলোক সজ্জাও এখানে চোখে পড়ার মতো।

মল্লিক বাজার

মল্লিক বাজার

মন্ডপ সজ্জায় মল্লিক বাজার এবার অনন্যতার নিদর্শন রেখেছে। এখানে মন্ডপ থেকে শুরু করে প্রতিমা সজ্জায় ন্ষ্ট হয়ে যাওয়া যন্ত্রাংশ, গাড়ির স্পেয়ার স্পার্টস ব্যবহার করা হয়েছে।

মহম্মদ আলি পার্ক

মহম্মদ আলি পার্ক

মহম্মদ আলি পার্কের মন্ডপটি প্রাচীন মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। থার্মকল, রঙিন কাপড়, ইত্যাদি ব্যবহার করে মন্ডপটি সাজানো হয়েছে।

পার্ক সার্কাস অগ্রদূত

পার্ক সার্কাস অগ্রদূত

পার্ক সার্কাস অগ্রদূতের মন্ডপটি পুরীর জগন্নাথ মন্দিরে আদলে তৈরি করা হয়েছে। মন্ডপের সামনে রাথা হয়েছে বিশাল আকারের জগন্নাথের মূর্তি।

পার্ক সার্কাস বেনিয়াপুকুর

পার্ক সার্কাস বেনিয়াপুকুর

পার্ক সার্কাস বেনিয়াপুকুরের মন্ডপটি বিশাল আকৃতির মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। মন্ডপ সজ্জার পাশাপাশি এখানের আলোক সজ্জা লক্ষ্য করার মতো।

ত্রিধারা

ত্রিধারা

ত্রিধারার মন্ডপটিতে বিভিন্ন রঙের সামাহার দেখতে পাওয়া যাবে। মন্ডপ সজ্জার সঙ্গে মানানসই আলাোর ব্যবহার করা হয়েছে মন্ডপের বাইরে এবং ভিতরে।

English summary
(In Pics) Durga Puja Special :best puja pandals of Kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X