For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘মেডিকা’য় সুনীল পাণ্ডের মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের আশ্বাস মুখ্যমন্ত্রীর, স্ত্রীকে চাকরিও

হৃদরোগে আক্রান্ত সুনীল পান্ডের পা কেটে বাদ দেওয়া ও ভুল চিকিৎসায় মৃত্যুর ঘটনায় তাঁর পরিবারকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী।

Google Oneindia Bengali News

কলকাতা, ১৫ মার্চ : হৃদরোগে আক্রান্ত সুনীল পান্ডের পা কেটে বাদ দেওয়া ও ভুল চিকিৎসায় মৃত্যুর ঘটনায় তাঁর পরিবারকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী। এই ঘটনায় কলকাতার নামী হাসপাতাল 'মেডিকা'য় সুনীল পাণ্ডের মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্ত হবে বলে মৃতের পরিবারকে আশ্বাস দেন তিনি। সেইসঙ্গে মৃতের স্ত্রী সুজাতা দেবীকে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়।[ভুল চিকিৎসায় রোগী মৃত্যু মেডিকায়, সুবিচার চেয়ে স্বাস্থ্য ভবনের দ্বারস্থ পরিবার]

সুবিচারের আশায় বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছিলেন মৃতের স্ত্রী সুজাতা পাণ্ডে ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যরা। এদিন তাঁদের কথা মন দিয়ে শোনেন মুখ্যমন্ত্রী। সুজাতা দেবীর হাতে ফুল তুলে দিয়ে মুখ্যমন্ত্রী জানান, ওই ফুল তাঁর স্বামীর ছবির পাশে রাখতে।[সঞ্জয় রায়ের মৃত্যু : অ্যাপোলোর দুই শীর্ষকর্তাকে গভীর রাত পর্যন্ত জেরা, ফের তলব]

‘মেডিকা’য় সুনীল পাণ্ডের মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের আশ্বাস মুখ্যমন্ত্রীর, স্ত্রীকে চাকরিও

সুজাতাদেবীর লিখিত অভিযোগ নিজে হাতে দেখেন মুখ্যমন্ত্রী। অভিযোগ শুনে বলেন, তদন্ত নিরপেক্ষ পথেই এগিয়ে নিয়ে যাওয়া হবে। যেহেতু সুনীল পান্ডেই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী, প্রয়োজনে সুজাতাদেবীর জন্য চাকরিরও ব্যবস্থা করবেন মুখ্যমন্ত্রী।[সঞ্জয় রায়ের মৃত্যু : অ্যাপোলোর দুই শীর্ষকর্তাকে গভীর রাত পর্যন্ত জেরা, ফের তলব]

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বভাবতই খুশি সুজাতা দেবী। তিনি বলেন, মুখ্যমন্ত্রী গুরুত্ব দিয়ে তাঁদের সমস্ত কথা শুনেছেন। এই তদন্তের বিষয়টি নিজে দেখবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়া তাঁকে চাকরি দেওয়ার কথাও জানিয়েছেন।

মঙ্গলবার স্বাস্থ্যভবনে গিয়ে অভিযোগ জানিয়ে আসে সুনীল পান্ডের পরিবার। সম্পূর্ণ ভুল চিকিৎসায় যে সুনীলের মৃত্যু হয়েছে মেডিকায়, ত নিয়ে সুবিচার দাবি করেন। অভিযোগ করেন, শুধু ভুল চিকিৎসাই নয়, ভর্তি হওয়ার পর থেকেই ভুল পথে পরিচালনা করা হয়েছে মৃতের পরিবারকে।

English summary
Impartial investigation in the death of Sunil Pandey at Madica, assured Chief Minister.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X