For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলাকে পরিবার ভাবুন, সরকার নয়, আপনাদের আহ্বান করছে একটা পরিবার : মমতা

‘বাংলাকে পরিবার ভাবুন। বাংলার সরকার নয়, আপনাদের আহ্বান করছে একটা পরিবার।’ শিল্পপতিদের উদ্দেশে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Google Oneindia Bengali News

কলকাতা, ২০ জানুয়ারি : 'বাংলাকে পরিবার ভাবুন। বাংলার সরকার নয়, আপনাদের আহ্বান করছে একটা পরিবার।' শিল্পপতিদের উদ্দেশে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মিলনমেলায় শিল্প সম্মেলনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী শিল্পপতিদের আহ্বান করেন, আপনারা বাংলায় আসুন, বিনিয়োগ করুন। আপনাদের জন্য ল্যান্ডব্যাঙ্কে জমি রাখা আছে।[অতীত সরিয়ে এগোচ্ছে বাংলা, বিশ্ববঙ্গ সম্মেলনে মমতার প্রশংসায় পঞ্চমুখ রাষ্ট্রপতি]

মমতা আরও বলেন, বাংলা আজ যা ভাবে, দেশ কাল তা ভাবে। নোট বাতিলের জেরে শিল্পে খারাপ প্রভাব পড়েছে। তা আমরা কাটিয়ে উঠব। শিল্পের জন্য আদর্শ পরিবেশ রয়েছে বাংলায়। বাংলার ভৌগলিক অবস্থানই বাংলার শিল্পকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সক্ষম। উত্তর-ভারত, উত্তর-পূর্ব ভারত ও আন্তর্জাতিক শিল্পের প্রসারে গেটওয়ে এই বাংলা।['বাংলায় আসুন, বিনিয়োগ করুন, মুখ্যমন্ত্রী সাহায্য করতে প্রস্তুত', আহ্বান জানালেন সৌরভ ]

বাংলাকে পরিবার ভাবুন, সরকার নয়, আপনাদের আহ্বান করছে একটা পরিবার : মমতা

এখান থেকে যেমন উত্তর-পূর্ব ভারতে বাণিজ্যের প্রসার লাভ করানো সম্ভব, তেমনই উতত্র-পূর্ব ভারতেও শিল্পের প্রসার করা যেতে পারে। এমনকী বাংলাদেশ, নেপাল ও ভুটানের সঙ্গেও যোগাযোগে বাংলা হতে পারে গেটওয়ে। তিনি বলেন, বাংলায় সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত, দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ করিডোর তৈরি হচ্ছে। এর ফলে উত্তর ভারতের অন্য রাজ্যের সঙ্গেও যোগাযোগ ব্যবস্থা আরও দৃঢ় হবে। তারপর নতুন বিমানবন্দর হয়েছে, শুরু হয়েছে বান পরিষেবা।[নোটকাণ্ডের পরোক্ষ প্রভাব! বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আমন্ত্রিত হয়েও নেই জেটলি]

সবথেকে বড় কথা বাম আমলে যখন বাংলায় কর্মদিবস নষ্ট হত, এখন তা আর হয় না। বাংলায় কোনও কর্মদিবস নশ্ট হয়নি গত ছ'বছরে। তাই সরকার নয়, বাংলাকে পরিবার ভেবে আসুনস বিনিয়োগ করুন। শিল্পের প্রসার ঘটনা। বিনিয়োগকারীদের সমস্তরকম সহযোগিতা করবে আমাদের সরকার।[বঙ্গে বিশ্ব বাণিজ্য, বাংলায় বিদেশি বিনিয়োগের আহ্বান নিয়ে আজ মিলনমেলায় শুরু সম্মেলন]

English summary
Imagine Bengal is a family. Not the government, you are called by a family. Chief Minister Mamata Banerjee said in Bengal Global Business Summit at Milan mela.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X