For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিক্ষামন্ত্রীর বার্তা অগ্রাহ্য করে ফের ছাত্রসংঘর্ষে উত্তপ্ত হুগলির চাঁপাডাঙা কলেজ

শিক্ষামন্ত্রীর বার্তা অগ্রাহ্য করে ফের ছাত্রসংঘর্ষে উত্তপ্ত হুগলির চাঁপাডাঙা কলেজ। ছাত্রসংঘর্ষে ঘটনায় ধৃত চার ছাত্র জামিন পাওয়ার পরদিনই ফের রণক্ষেত্র হয়ে উঠল কলেজ চত্বর।

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ২৫ জানুয়ারি : শিক্ষামন্ত্রীর বার্তা অগ্রাহ্য করে ফের ছাত্রসঙ্ঘর্ষে উত্তপ্ত হুগলির চাঁপাডাঙা কলেজ। ছাত্রসংঘর্ষে ঘটনায় ধৃত চার ছাত্র জামিন পাওয়ার পরদিনই ফের রণক্ষেত্র হয়ে উঠল কলেজ চত্বর। জিএস-সহ চারজনকে মারধরের অভিযোগ উঠেছে।[সারা রাজ্যে কেন ছড়ানো হচ্ছে গুজব]

মঙ্গলবারই জামিন পেয়ে ফেরার পর চারজনকে সংবর্ধনা দেওয়া হয়েছিল। তারপরই অন্য গোষ্ঠী সমবেত হতে শুরু করে। বুধবার সকাল থেকেই দফায় দফায় সঙ্ঘর্ষ বাধে। টিএমসিপি রাজ্য সভাপতি জয়া দত্ত বলেন, অভিযোগ পেয়েছি। আমরা খতিয়ে দেখছি। কারা এই ঘটনায় জড়িত তাদের কড়া শাস্তি দেওয়া হবে।[ফের ছাত্র সংঘর্ষে উত্তপ্ত রাজ্য, আহত সিপিএম বিধায়ক]

শিক্ষামন্ত্রীর বার্তা অগ্রাহ্য করে ফের ছাত্রসংঘর্ষে উত্তপ্ত হুগলির চাঁপাডাঙা কলেজ

উল্লেখ্য, ছাত্র সংসদ নির্বাচনে অশান্তি এড়াতে ময়দানে নেমে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গতকালই বলেছিলেন, শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচনকে কেন্দ্র করে যাতে সংঘর্ষ না বাধে সে জন্য শৃঙ্খলাপরায়ণ হতে হবে ছাত্রনেতাদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান না ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কোনও অশান্তি ছড়াক রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে। তাই এ ব্যাপারে আরও সজাগ থাকতে হবে ছাত্র সংগঠনের সদস্যদের।[তৃণমূলের সঙ্গে তৃণমূলের লড়াই]

সম্প্রতি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন কলেজগুলি উত্তপ্ত হয়ে উঠেছে ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে। এখন লড়াই হচ্ছে নিজেদের মধ্যেই। অধিকাংশ ক্ষেত্রেই তৃণমূল বনাম তৃণমূল লড়াই। কিন্তু খোদ শিক্ষামন্ত্রী আসরে নামার পরও সমানে চলছে কলেজে টিএমসিপি-র গোষ্ঠা সঙ্ঘর্ষ।

English summary
Ignore the message of education minister, spread student-clash in Champadanga college of Hoogli.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X