For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জিএসটি ঐতিহাসিক ভুল, মোদীকে নিশানা করে আর কি বললেন মমতা

নোট বাতিলের পর এবার জিএসটি চালু করে ফের একবার বিরাট ভুল করতে চলেছে কেন্দ্র, এমনটাই মত মমতার।

  • |
Google Oneindia Bengali News

নোট বাতিলের পর এবার জিএসটি নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণাত্মক স্টান্স নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল তৃণমূল কংগ্রেস। স্যোশাল মিডিয়াকে হাতিয়ার করে মমতা জানিয়েছেন, নোট বাতিলের পর এবার জিএসটি চালু করে ফের একবার বিরাট ভুল করতে চলেছে কেন্দ্র।[অারও পড়ুন: মেয়েদের সাজগোজে কতটা প্রভাব ফেলবে জিএসটি, জেনে নিন একনজরে]

আগামী ১ জুলাই থেকে সারা দেশে চালু হতে চলেছে জিএসটি বা পণ্য ও পরিষেবা কর। এরই বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আগামী ৩০ জুন মধ্যরাতে বসতে চলা সংসদ বয়কট করতে চলেছে তৃণমূল কংগ্রেস।[অারও পড়ুন:অন্য দেশগুলিতে কীভাবে ও কবে জিএসটি বলবৎ হয়েছে জানেন কি]

GST নিয়ে কী মত মুখ্যমন্ত্রী মমতার

মমতা জানিয়েছেন, ছোট ও মাঝারি সংস্থাগুলি এই নতুন কর ব্যবস্থা মেনে নিতে রাজি নয়। জোর করে জিএসটি চাপিয়ে দিলে সারা দেশের অর্থনীতিতে তার বিরূপ প্রভাব পড়বে বলেও হুঁশিয়ার করেছেন মমতা। তাঁর মতে অন্তত ছয় মাস সময় প্রয়োজন নতুন কর ব্যবস্থার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য।[অারও পড়ুন:জিএসটি-র কী প্রভাব পড়বে জীবনদায়ী ওষুধের উপরে, জানেন কি]

কেন্দ্র সরকার পুরোপুরি প্রস্তুত না হয়েই জোর করে জিএসটি রাজ্যগুলির ঘাড়ে চাপিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। একসময়ে বিজেপি টানা সাত বছর ধরে জিএসটির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দিয়েছে। আর ২০১৪ সালে ক্ষমতায় আসার পরই সমস্ত কৃতিত্ব নিজের কাঁধে তুলে নিতে চাইছে।

বুধবার রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রও জিএসটি নিয়ে কেন্দ্রের সমালোচনা করেন। নতুন কর ব্যবস্থায় রাজ্যের স্বার্থ যাতে কোনওভাবেই ক্ষুণ্ণ না হয় সেদিকে খেয়াল রাখার পক্ষে ফের একবার সওয়াল করেন।

জিএসটি এই মুহূর্তে চালু করতে হিতে বিপরীত হতে পারে বলে মমতা মনে করছেন। তাই ১ জুলাইয়ের বদলে জিএসটি বলবৎ করার দিন পিছিয়ে দিতে অনুরোধ করেছেন তিনি।

English summary
GST another epic blunder after demonetisation: Mamata Banerjee
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X