For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন গিরীশ গুপ্ত

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ২১ সেপ্টেম্বর : কলকাতা হাইকোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি গিরীশ গুপ্ত। বুধবার তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থমন্ত্রী অমিত মিত্র প্রমুখ। প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুরের স্থলাভিষিক্ত হলেন তিনি।

বিচারপতি মল্লিকা চেল্লুর মুম্বই হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব নিয়েছেন। এতদিন তাঁর জায়গায় দায়িত্ব সামলাচ্ছিলেন বিচারপতি গিরীশ গুপ্তই। আজ থেকে তিনি স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন কলকাতা হাইকোর্টে।
এদিকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে পূর্ণ দায়িত্ব নেওয়ার দিনেই সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার ডাক পাচ্ছেন তিনি।

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন গিরীশ গুপ্ত

বিচারপতি গিরীশ গুপ্ত সুপ্রিম কোর্টে গেলে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হতে পারেন বিচারপতি নিশীথা মাত্রে।
নিয়মানুযায়ী দেশের শীর্ষ আদালতের বিচারপতি হতে গেলে, আগে কোনও না কোনও হাইকোর্টের প্রধান বিচারপতি হতে হয়।

বিচারপতি গিরীশ গুপ্তের সেই শর্ত পূরণ হবে কলকাতা হাইকোর্টের স্থায়ী প্রধান বিচারপতির দায়িত্ব নিলে। সেদিক দিয়ে বুধবারই শর্তপূরণ হয়ে যাচ্ছে। মহিলা বিচারপতিদের ক্ষেত্রে এই নিয়মের ব্যতিক্রম রয়েছে।

English summary
Girish Gupta new chief justice of calcutta high court
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X