For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'বয়কট' স্ট্যাম্প মারা হবে না শংসাপত্রে, চাপে পড়ে সুর নরম রাজ্যপালের

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ২১ ডিসেম্বর: চাপে পড়ে সুর নরম করলেন রাজ্যপাল তথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আচার্য কেশরীনাথ ত্রিপাঠী। তিনি বলেছেন, ২৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে পড়ুয়াদের থাকা কিংবা না থাকা নিজস্ব ব্যাপার। শংসাপত্রে 'বয়কট' স্ট্যাম্প লাগানোর প্রশ্নই নেই।

আরও পড়ুন: শংসাপত্র না নিলে কড়া ব্যবস্থা, যাদবপুরের পড়ুয়াদের হুঁশিয়ারি রাজ্যপালের

বিস্তর সমালোচনা সত্ত্বেও পদত্যাগ করেননি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অভিজিৎ চক্রবর্তী। তাই পড়ুয়ারা সিদ্ধান্ত নিয়েছেন ২৪ ডিসেম্বর কেউ সমাবর্তনে থাকবেন না। উপাচার্যর হাত থেকে শংসাপত্রও নেবেন না। এই ইস্যুতে রাজ্যপাল তথা আচার্য বলেছিলেন, যাঁরা শংসাপত্র নেবেন না, তাঁদের বিরুদ্ধে কড়া মনোভাব নেবে কর্তৃপক্ষ। সার্টিফিকেটে 'বয়কট' স্ট্যাম্প মেরে পাঠিয়ে দেওয়া হবে ডাক যোগে।

ককক

এর পর বিতর্ক তৈরি হয়। অভিযোগ ওঠে, রাজ্যপাল গণতান্ত্রিক অধিকার খর্ব করে শাসক দলের মুখপাত্রের মতো কথা বলছেন। শেষ পর্যন্ত সুর নরম করে রাজ্যপাল বলেন, ওটা প্রস্তাব ছিল মাত্র। যদি বিশ্ববিদ্যালয়ের অন্দরেই আপত্তি থাকে, তা হলে শংসাপত্রে 'বয়কট' স্ট্যাম্প মারার কোনও দরকরা নেই। বরং সেটা না করাই বাঞ্ছনীয় হবে।

English summary
Facing wrath, Governor softens his stand regarding JU convocation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X