For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিউ গড়িয়া স্টেশনে এসক্যালেটর হঠাৎ চলতে শুরু করল উল্টোদিকে, তারপর যা কাণ্ড হল

উল্টোদিকে নামতে শুরু করায় ভারসাম্য হারিয়ে এসক্যালেটরের উপরে পড়ে যায় অনেকে। চালু এসক্যালেটরে সে এক নাস্তানাবুদ অবস্থা যাত্রীদের!

Google Oneindia Bengali News

মেট্রোয় হঠাৎ এসক্যালেটর বিভ্রাট। উপরে উঠতে উঠতেই হঠাৎ এসক্যালেটর নামতে শুরু করল নিচের দিকে। অমনি হুড়মুড়িয়ে পড়লেন যাত্রীরা। একে অপরের ঘাড়ে পড়ে একেবারে নাস্তানাবুদ অবস্থা। কেউ পড়লেন এসক্যালেটরের সিঁড়িতে। কেউ তাঁদের উপর। বেলা পৌনে ১১টা নাগাট নিউ গড়িয়ার কবি সুভাষ মেট্রো স্টেশনের ঘটনা।

উল্টোদিকে নামতে শুরু করায় ভারসাম্য হারিয়ে এসক্যালেটরের উপরে পড়ে যায় অনেকে। এই ঘটনায় জখম হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। তাঁদের মধ্যে চারজন গুরুতর জখম হন। চিকিৎসার জন্য তাঁদের পাঠানো হয় হাসপাতালে। হঠাৎ এ ধরনের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের মধ্যে রয়েছে মহিলারাও।

নিউ গড়িয়া স্টেশনে এসক্যালেটর হঠাৎ চলতে শুরু করল উল্টোদিকে, তারপর যা কাণ্ড হল

এই এসক্যালেটর বিভ্রাটের খবর পেয়ে সঙ্গে সঙ্গে রেল পুলিশ ঘটনাস্থলে আসে। খবর দেওয়া হয় টেকনিক্যাল টিমকে। বন্ধ রাখা হয়েছে এসক্যালেটর। কিন্তু কেন এমন বিপত্তি ঘটল মেট্রো স্টেশনের এসক্যালেটরে? তদন্ত শুরু করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এই কমিটি খতিয়ে দেখবে কী কারণে এই বিপত্তি। এদিন মেট্রোর এসক্যালেটর রক্ষণাবেক্ষণ নিয়েও এদিন প্রশ্ন তোলেন যাত্রীরা। তাঁদের অভিযোগ মেট্রোর গাফিলতিতেই এই বিপত্তি।

English summary
Escalator started to move to opposite direction at New Garia Metro Station
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X