For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আজ মহাষষ্ঠী, বিক্ষিপ্ত বৃষ্টি উপেক্ষা করে সকালেই জনজোয়ারের পথে কলকাতা

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ৭ অক্টোবর : আজ মহাষষ্ঠী। সকাল থেকেই জনজোয়ারে ভাসার প্রস্তুতি সেরে ফেলেছে শহর কলকাতা। পঞ্চমীর দুপুর থেকেই যেভাবে ভিড় আর যানযটে নাকাল অবস্থা হল কলকাতার, তাতে মহাষষ্ঠীর দুপুর গড়ালেই যে কী হবে তা মা দুগ্গাই জানেন।

এদিন সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের খবর পাওয়া গিয়েছে। তবে সেসব উপেক্ষা করেই শহরের পথ ভরাবেন আমবাঙালি, এমনটাই মনে করা হচ্ছে।

আজ মহাষষ্ঠী, বিক্ষিপ্ত বৃষ্টি উপেক্ষা করে জনজোয়ারের পথে শহর

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরের উপরে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। ফলে আগামী ১-২ দিন এভাবেই বিক্ষিপ্তভাবে শহরের নানা জায়গায় বৃষ্টি চলবে। তবে নবমী-দশমীর দিন থেকে বেশি বৃষ্টিপাত হতে পারে।

এখন আর পুজো চারদিনের নয়। মহালয়ার পর তৃতীয়া থেকেই প্রায় মণ্ডপে মণ্ডপে ভিড় শুরু হয়ে যায়। কলকাতার সমস্ত বড় পুজো ততদিনে উদ্বোধনও সেরে ফেলে। ফলে আজ মহাষষ্ঠীর সন্ধ্যা যে মহাষ্ঠমীর আমেজ বয়ে আনবে তা এককথায় বলেই দেওয়া যায়। তবে এখন দেখার সেই ভিড় কীভাবে সামাল দেয় কলকাতা পুলিশ।

English summary
Durga Puja : Today is Maha Sasthi, Bengalees celebrates the occassion
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X