For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিটফান্ড ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে পথে নামছে কংগ্রেসও, প্রতারিতদের টাকা ফেরতের দাবি

হাইকমান্ডের সবুজ সঙ্কেত পেয়েই একই দিনে নোট ইস্যুকে মাথায় রেখে আন্দোলনে সামিল হবে প্রদেশ কংগ্রেস। রিজার্ভ ব্যাঙ্কের সামনে অবস্থান বিক্ষোভের পাশাপাশি যাদবপুর থেক গড়িয়াহাট পর্যন্ত মিছিলও হবে।

Google Oneindia Bengali News

কলকাতা, ১৬ জানুয়ারি : সিপিএম আগেই চিটফান্ড ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে আন্দোলনে নামার কথা ঘোষণা করেছিল, এবার আন্দোলনে নামতে চলেছে কংগ্রেসও। হাইকমান্ডের সবুজ সঙ্কেত পেয়েই একই দিনে নোট ইস্যুকে মাথায় রেখে আন্দোলনে সামিল হবে প্রদেশ কংগ্রেস। রিজার্ভ ব্যাঙ্কের সামনে অবস্থান বিক্ষোভ হলেও, কংগ্রেস নোটকাণ্ডে মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণের পাশাপাশি সরব হবে চিটফাণ্ড কাণ্ডে তৃণমূলের বিরুদ্ধেও।[রোজভ্যালি তদন্তে সিবিআই স্ক্যানারে এবার ভেসে উঠল কলকাতা নাইট রাইডার্সের নাম]

দিল্লিতে কংগ্রেস ও তৃণমূল নোট ইস্যুতে যৌথভা বে আন্দোলন করেছে ঠিকই, কিন্তু প্রদেশ কংগ্রেস এ রাজ্যের তৃণমূলের পাশে দাঁড়াতে গররাজি। তারপর চিটফান্ড ইস্যুতে এতদিন তৃণমূলের বিরুদ্ধে মুখর হওয়ার পর, এখন কী করে তারা বলবে এটা রাজনৈতিক প্রতিহিংসা? তবে তাঁরা নোট ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনের ঝাঁঝ হাল্কা করতেই যে চিটফান্ড ইস্যুকে তুলে ধরা হয়েছে,তা জানাতে ভুলবেন না।[১০০ কোটির চুক্তিভঙ্গ, রোজভ্যালিকাণ্ডে সিবিআই রাডারে এবার এক চলচ্চিত্র প্রযোজক]

চিটফান্ড ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে পথে নামছে কংগ্রেসও, প্রতারিতদের টাকা ফেরতের দাবি

আগামী ১৮ জানুয়ারি অর্থাৎ বুধবার সিপিএম যখন সিজিও কমপ্লেক্সে ধরনায় বসছে, চিটফান্ড কাণ্ডে বড় মাথাদের ধরার দাবিতে, তখনই রিজার্ভ ব্যাঙ্কের সামনে বিক্ষোভ সমাবেশে সামিল হচ্ছেন প্রদেশ কংগ্রেস নেতারা। শুধু নোটবন্দি ইস্যুই নয়, চিটফাণ্ড নিয়েও মুখ খুলবেন তাঁরা। রাজনৈতিক মহল তাকিয়ে রয়েছে, প্রদেশ কংগ্রেস এই চিটফান্ডে তৃণমূল সাংসদদের গ্রেফতারির পিছনে রাজনৈতিক প্রতিহিংসা তত্ত্বে কী অবস্থান নেয়।[সবুজ সঙ্কেত মিলেছে, শীঘ্রই টলিউডের গ্ল্যামার কুইনকে তলব করতে চলেছে সিবিআই]

শুক্রবার যাদবপুর থেকে গড়িয়াহাট মোড় পর্যন্ত মিছিল করবে কংগ্রেস। প্রতারিতদের টাকা ফিরিয়ে দেওয়ার দাবিতে এই মিছিল হবে। এই মিছিলে বিক্ষোভ দেখানো হবে নোট ইস্যুতেও। প্রদেশ কংগ্রেস সভাপতি আইসিসি-কে বুঝিয়েছে চিটফান্ড ইস্যুতে কেন তৃণমূলের পাশে দাঁড়ানো ঠিক হবে না।

হতে পারে নোট-আন্দোলনকে থামানোর জন্য এই গ্রেফতারি। কিন্তু সিবিআই সক্রিয় হওয়ার পর যে সমস্ত প্রমাণাদি উঠে এসেছে, তাতে একেবারে ধোওয়া তুলসি পাতা বলা যায় না ধৃত তৃণমূল সাংসদদের। এই বিষয়টিও ভাবা উচিত হাই কমান্ডের। আর এই সুযোগ হাতছাড়া করতে চায় না কেউই।

English summary
Congress going on the row of protest against Trinamool Congress on Chit Fund issue. They will demand to refund claims of cheated persons.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X