For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘বাংলায় আসুন, বিনিয়োগ করুন, মুখ্যমন্ত্রী সাহায্য করতে প্রস্তুত’, আহ্বান জানালেন সৌরভ

মিলন মেলায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধনের পর বক্তব্য রাখতে গিয়ে সৌরভ শিল্পপতিদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা বাংলায় বিনিয়োগ করুন, মুখ্যমন্ত্রী সমস্তররকম সাহায্যের জন্য প্রস্তুত।’

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ২০ জানুয়ারি : 'বাংলায় আসুন, বিনিয়োগ করুন।' বাংলার অন্যতম মুখ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ভারতীয় ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এবার স্বয়ং আহ্বান জানালেন শিল্পপতিদের। মিলন মেলায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধনের পর বক্তব্য রাখতে গিয়ে সৌরভ শিল্পপতিদের উদ্দেশ্যে বলেন, 'আপনারা বাংলায় বিনিয়োগ করুন, মুখ্যমন্ত্রী সমস্তররকম সাহায্যের জন্য প্রস্তুত।'

শুক্রবার মিলনমেলায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধন করেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তাঁর মন্ত্রিসভার সমস্ত গুরুত্বপূর্ণ সদস্যরা। উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। সেইসঙ্গে ভারত-সহ ৩০টি দেশের শিল্পপতিরাও উপস্থিত।

‘বাংলায় আসুন, বিনিয়োগ করুন, মুখ্যমন্ত্রী সাহায্য করতে প্রস্তুত’, আহ্বান জানালেন সৌরভ

এবারের বিশ্ববঙ্গ সম্মেলনে সম্ভাবনার দুয়ার অনেকটাই খোলা। অনেক দেশের শিল্পপতিরাই ইতিবাচক ভাবনা নিয়ে বাংলায় উপস্থিত হয়েছেন। প্রায় ২০০ বিদেশি প্রতিনিধি। নামকরা স্টার্ট আপ সংস্থার প্রতিনিধি থেকে শুরু করে খাদ্য প্রক্রিয়াকরণ ও রসায়ন শিল্পের বিশেষজ্ঞরা উপস্থিত এবার। ইতিমধ্যেই রাশিয়া ও পোলান্ড জানিয়ে দিয়েছে বাংলা লগ্নি করার কথা।

তার উপর সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো আন্তর্জাতিক ব্যক্তিত্বের সম্মলেন উপস্থিতি এবং সর্বোপরি তাঁর সরাসরি আহ্বান রাজ্যের শিল্প সম্ভাবনায় অন্য মাত্র আনবেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এবারের বিশ্ববঙ্গ বাইণজ্য সম্মেলন অনেক সম্ভাবনার দুয়ার খুল দেবে। রাজ্যের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তারপর রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের উপস্থিতি এবার নব প্রেরণা জোগাবে বনে মত প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

English summary
Come to Bengal and invest here, calls Sourav from bengal global Summit
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X