For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আবারও কাঠগড়ায় অ্যাপোলো, এবারের অভিযোগ শুনলে চমকে উঠবেন

ফের কাঠগড়ায় শহরেরই নামী বেসরকারি হাসপাতাল অ্যাপোলো গ্ল্যানিগেলস। এবার মর্গে দেহ রাখার পরেও শরীরে পচন ধরার অভিযোগ। মৃতের পরিবারের অভিযোগ, মর্গের দেহ সংরক্ষণ ব্যবস্থাতে গাফিলতি থাকার কারণেই এই ঘটনা

  • |
Google Oneindia Bengali News

ফের কাঠগড়ায় শহরেরই নামী বেসরকারি হাসপাতাল অ্যাপোলো গ্ল্যানিগেলস। এবার মর্গে দেহ রাখার পরেও শরীরে পচন ধরার অভিযোগ।

মৃতের পরিবারের অভিযোগ, মর্গের দেহ সংরক্ষণ ব্যবস্থাতে গাফিলতি থাকার কারণেই এই ঘটনা। যদিও অভিযোগ অস্বীকার করেছে অ্যাপোলো কর্তৃপক্ষ। প্রেস বিবৃতিতে করে পাল্লা দাবি, উপযুক্ত পদ্ধতি মেনেই দেহ সংরক্ষণ করা হয়েছিল।

আবারও কাঠগড়ায় অ্যাপোলো, এবারের অভিযোগ শুনলে চমকে উঠবেন

জুন মাসের ৭ তারিখ বাইপাসের ওই বেসরকারি হাসপাতালে ভর্তি হন বসিরহাটের বাসিন্দা অশোক সরকার। শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ মৃত্যু হয় অশোর সরকারের। মৃত্যুর সময় পরিবারের কেউ না থাকায় রোগীকে মর্গে রাখা হয়েছিল। রোগীর পরিবার শনিবার দুপুর নাগাদ মর্গে যান। পরিবারের অভিযোগ, মর্গের তাপমাত্রা সেসময়ে ছিল প্রায় কুড়ি ডিগ্রির কাছাকাছি। অত্যধিক গরমের কারণেই শরীরে পচন ধরেছে বলে অভিযোগ। গোটা ঘটনায় হাসপাতালের উদাসীনতাকেই দায়ী করেছে রোগীর পরিবার। বিষয়টি নিয়ে স্বাস্থ্য দফতর এবং ফুলবাগান থানায় অভিযোগ দায়ের করেছে রোগীর পরিবার।

English summary
Again allegation against Apollo Hospital Kolkata due to decomposition of body
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X