For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কম্পনের পর কলকাতায় বৃষ্টি, 'আফটার শক' থাকবে আরও ৩-৪ দিন

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ২৫ এপ্রিল : প্রথমে প্রবল কম্পন তারপর ঝমঝমে বৃষ্টি। এভাবেই আজ সকাল থেকে কাটল শহর কলকাতার।

<strong>নেপালে ভূমিকম্পে মৃত অন্তত ১১২, ভারতে ১৭ জনের মৃত্যু</strong></a> , <a href= ভূমিকম্পে কলকাতার নানা জায়গায় বাড়িতে ফাটল" title="নেপালে ভূমিকম্পে মৃত অন্তত ১১২, ভারতে ১৭ জনের মৃত্যু , ভূমিকম্পে কলকাতার নানা জায়গায় বাড়িতে ফাটল" />নেপালে ভূমিকম্পে মৃত অন্তত ১১২, ভারতে ১৭ জনের মৃত্যু , ভূমিকম্পে কলকাতার নানা জায়গায় বাড়িতে ফাটল

এদিন নেপালে প্রবল ভূমিকম্পের জেরে দেশের বহু জায়গা সহ পশ্চিমবঙ্গ ও কলকাতায় বড়সড় কম্পন অনুভূত হয়। ভূমিকম্পে বড় বড় বহুতল কেঁপে উঠেছে। পার্কস্ট্রিট, নিউটাউন, সল্টলেকের বহু অফিস খালি করে দেওয়া হয়। কাজে-কর্মে বের হওয়া মানুষ অফিস বিল্ডিং থেকে বেরিয়ে কলকাতার রাস্তায় নেমে আসেন। বড় বড় বিল্ডিংগুলি দ্রুত খালি করে দেওয়া হয়।

কম্পনের পর কলকাতায় বৃষ্টি, 'আফটার শক' থাকবে আরও ৩-৪ দিন


যারা বাড়িতেই ছিলেন তারাও প্রবল দুলুনি অনুভব করেন। আশেপাশের জলা জায়গা, পুকুর, খাল-বিলে জলোচ্ছ্বাস দেখা যায়। এপরপই বেলা গড়াতে দুপুরের পর ঝমঝম করে বৃষ্টি নামে শহর কলকাতায়। উত্তর থেকে দক্ষিণ প্রায় সব এলাকাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে।

এছাড়া ভূমিকম্প হওয়ার সময় ও তার বহু পরেও বহু মানুষ মাথা ঘোরানো, গা-গুলিয়ে ওঠা ইত্যাদি অনুভব করেছেন।

অন্যদিকে জানা গিয়েছে, নেপালে ভূমিকম্পের ফলে আগামী তিন-চারদিন এর 'আফটার শক' থাকবে। ইতিমধ্যেই অন্তত ১২-১৪ বার নেপালে ভূমিকম্পের কেন্দ্রস্থলে কম্পন অনুভূত হয়েছে।

English summary
After Earthquake, Its raining in Kolkata, After shock prevail for next 3-4 days
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X