For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'দিদি'-র রেকর্ড ভেঙে গুরুতর অসুস্থ কুণাল ঘোষ

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ৭ নভেম্বর : সারদা মামলায় বৈষম্যের অভিযোগে একটানা ২৯ দিন অনশন করে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন সারদা মামলার অন্যতম অভিযুক্ত জেলবন্দি সাসপেন্ডেড তৃণমূল সাংসদ কুণাল ঘোষ। [সারদায় স্বচ্ছ্ব তদন্ত হোক, প্রধানমন্ত্রীকে চিঠিতে আর্জি কুনালের]

তবে একইসঙ্গে তিনি ভেঙে দিয়েছেন তার একসময়ের স্নেহের দিদি তথা বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রেকর্ড। সিঙ্গুর আন্দোলন চলাকালীন ২০০৬ সালের ডিসেম্বরে একটানা ২৬ দিন অনশন করেছিলেন তৎকালীন তৎকালীন রাজ্যের বিরোধী নেত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। [মমতা-মুকুলের বিরুদ্ধে নয়া তথ্যপ্রমাণ দিতে চান কুণাল]

'দিদি'-র রেকর্ড ভেঙে গুরুতর অসুস্থ কুণাল ঘোষ

এরপরে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের অনুরোধে অনশন ত্যাগ করেন মমতা। তবে কুণাল ঘোষ অনশন ত্যাগ করেননি। বরং তার জেরে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। [সারদার সঙ্গে যোগাযোগ প্রমাণ হলে মুখ্যমন্ত্রিত্ব থেকে ইস্তফা দেবেন মমতা]

জেল হাসপাতাল সূত্রে খবর, অবস্থা বেশ গুরুতর। শ্বাসকষ্ট, পেট ব্যথা ও রক্তচাপের সমস্যা ছাড়াও আরও একাধিক সমস্যা ইতিমধ্যেই কাবু করেছে এই সাংসদকে। ফলে জেল হাসপাতালের বাইরে কোনও ভালো হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার প্রয়োজন দেখা দিয়েছে।

তবে সূত্রের খবর, নবান্নের তরফে আগে থেকেই কুণাল ঘোষকে জেলের বাইরে বের না করার নির্দেশ রয়েছে। ফলে এমতাবস্থায় কি করণীয় তা নিয়ে বেশ সন্দিহান জেল কর্তা থেকে জেলের চিকিৎসকেরা।

English summary
After breaking Mamata Banerjee's hunger strike record, Kunal Ghosh is hospitalised
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X