For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মিড ডে মিলে আধারকার্ড : আজ রাজপথে তৃণমূল, সংসদেও ঝড় তোলার নির্দেশ মমতার

নোট ইস্যুর পর এবার যুদ্ধ মিড ডে মিলে আধার কার্ড বাধ্যতামূলকের কেন্দ্রীয় ফরমান নিয়ে। কেন্দ্রের বিজেপি সরকার বনাম রাজ্যের তৃণমূল সরকার সম্মুখ সমরে।

Google Oneindia Bengali News

কলকাতা, ৬ মার্চ : নোট ইস্যুর পর এবার যুদ্ধ মিড ডে মিলে আধার কার্ড বাধ্যতামূলকের কেন্দ্রীয় ফরমান নিয়ে। কেন্দ্রের বিজেপি সরকার বনাম রাজ্যের তৃণমূল সরকার সম্মুখ সমরে। যুদ্ধ নরেন্দ্র মোদী বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ, সোমবারই মহানগরের রাজপথে নামছে তৃণমূল। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানি রাসমনি রোড পর্যন্ত মিছল করবে তৃণমূল মহিলা কংগ্রেস।[মিড ডে মিলের জন্য আধার কার্ড ইস্যু : কেন্দ্রের কড়া সমালোচনায় মমতা]

সম্প্রতি নয়া ফরমান জারি করেছে দিল্লির সরকার। মিড ডে মিল পেতে গেলে আবশ্যক অধারকার্ড। যাঁরা মিড ডে মিল রান্না করবেন, তাঁদেরও আধার কার্ড চাই। কেন্দ্রের এই নয়া ফরমানের প্রতিবাদ করে টুইট আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় নেতা-কর্মীদের নির্দশ দিয়েছেন রাস্তায় নেমে আন্দোলনের ঝড় বইয়ে দিতে।[আধার কার্ড না থাকলে মিলবে না মিড ডে মিল, নির্দেশিকা কেন্দ্রের]

মিড ডে মিলে আধারকার্ড : আজ রাজপথে তৃণমূল, সংসদেও ঝড় তোলার নির্দেশ মমতার

দলীয় সুপ্রিমোর সেই নির্দেশ পেয়েই কেন্দ্রের বিরোধিতায় মিড ডে মিলকে হাতিয়ার করে রাস্তায় নামছে মহিলা তৃণমূল কংগ্রেস। শুধু তৃণমূলী প্রতিবাদ আছড়ে পড়বে না মহানগরের রাজপথে, সংসদেও ঝড় তুলতে প্রস্তুত তৃণমূল সাংসদরা। মোদীর অনৈতিক নীতির বিরুদ্ধে একেবারে অল আউট আক্রমণে যেতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।[ধোঁয়া থেকে বাঁচতে স্কুলে এলপিজি! পরিকল্পনা শিক্ষাদফতরের]

নোট বাতিল ইস্যুতে রাজ্য তথা দেশজুড়ে প্রবল আন্দোলনের ঢেউ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মিড ডে মিলে আদার কার্ড ইস্যু। উত্তর প্রদেশে ভোটের ফলাফল প্রকাশের ফলাফল যাই হোক মোদীর বিরোধিতায় সুর চড়াচ্ছেন মমতা।

English summary
Aadhar card is essential for Mid-Day Meal: Trinamool Congress will protest rally in Kolkata today. Mamata orders to storm in parliament.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X