For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শ্রমিকের হাতে রক্ত ঝরল শ্রমিক নেতার, মাথাভাঙায় উত্তপ্ত তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষ

শ্রমিকের হাতে রক্ত ঝরল শ্রমিক নেতার। মালিকপক্ষের সঙ্গে আলোচনায় যাওয়া নিয়ে প্রবল বচসা বাধে দু’পক্ষের। তারই জেরে একদল শ্রমিকের হাতে প্রহৃত হন শ্রমিত নেতা আলিজা রহমান।

  • |
Google Oneindia Bengali News

কোচবিহার, ২৪ জানুয়ারি : শ্রমিকের হাতে রক্ত ঝরল শ্রমিক নেতার। মালিকপক্ষের সঙ্গে আলোচনায় যাওয়া নিয়ে প্রবল বচসা বাধে দু'পক্ষের। তারই জেরে একদল শ্রমিকের হাতে প্রহৃত হন শ্রমিত নেতা আলিজা রহমান। জখম হন ১৫ জন শ্রমিক। দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে কোচবিহারের মাথাভাঙা এলাকায়। অভিযোগ, এই লড়াই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্য সংঘটিত হয়েছে।

মাথাভাঙার একটি প্লাইউড কারখানায় সমস্যা নিয়ে কথা বলতে যান স্থানীয় শ্রমিক নেতা আলিজা রহমান। এই আইএনটিটিইউসি নেতা মালিকপক্ষের সঙ্গে আলোচনা সেরে বের হতেই একদল শ্রমিক অতর্কিতে তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই তাঁকে রক্তাক্ত করে দেন শ্রমিকরা। আলিজা রহমানের অনুগামীরা এরপর পাল্টা আঘাত করেন। দু'পক্ষের মধ্য প্রবল সংঘরষ বেধে যায়।

শ্রমিকের হাতে রক্ত ঝরল শ্রমিক নেতার, মাথাভাঙায় উত্তপ্ত তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষ

এই লড়াই আসলে বিনয় বর্মন ও হিতেন বর্মনের লড়াই। আলিজা রহমান বিনয় বর্মনের অনুগামী বলে পরিচিত। তাঁকে হিতেন বর্মনের দলবল আক্রমণ করে। এর আগে কলেজ নির্বাচনকে কেন্দ্র করে দুই দলের মধ্যে গোষ্ঠীসংঘর্ষ বাধে। গুলি চলেছিল সেইসময়। সেই ঘটনারই পুনরায় বহিঃপ্রকাশ ঘটল এদিন।

English summary
A labour leader was attacked by workers. Area of Mathabhanga is excited party clash of Trinamool Congress.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X