For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শহিদ দিবসে বিরোধী দলে ভাঙন, বাম-কংগ্রেস ছেড়ে দলে দলে যোগ তৃণমূলে

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ২১ জুলাই : মমতা বন্দ্যোপাধ্যায়ের পালন করা শহিদ দিবস তথা বিজয় দিবসের দিন বিরোধী বাম-কংগ্রেস দলে ভাঙন ধরাল তৃণমূল কংগ্রেস। একে একে বিধায়ক ও নানা জায়গার পুরপিতারা দলবল নিয়ে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে।

বিরোধী শিবিরের কংগ্রেস নেতা তথা বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য ছাড়াও মালদহের গাজোলের সিপিএম বিধায়ক দীপালি বিশ্বাস এদিন শহিদ দিবসের মঞ্চে এসে তৃণমূলে যোগ দেন।

শহিদ দিবসে বিরোধী দলে ভাঙন, বাম-কং ছেড়ে দলে দলে যোগ তৃণমূলে

এদিন সভামঞ্চ থেকে তাদের নাম ঘোষণা করেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি আরও জানান, কালিয়াগঞ্জ পুরসভার ৭ জন পুরপিতা তৃণমূলে চলে এসেছেন। আগে থেকেই এই বোর্ডে ২ জন তৃণমূল পুরপিতা ছিলেন। ফলে ১০ সদস্যের কালিয়াগঞ্জ পুরবোর্ডের ৯ জন তৃণমূলের হওয়ায় পুরসভা চলে গেল তৃণমূলের হাতে।

অন্যদিকে খড়্গপুর পুরসভার ৫ জন পুরপিতাকে সঙ্গে নিয়ে বিরোধী দলনেতা রবিশঙ্কর পাণ্ডে তৃণমূলে যোগ দিলেন এদিন। এছাড়া পুরুলিয়া পুরসভার ২ কংগ্রেস বিধায়কও এদিন তৃণমূলের ছাতার তলায় এসেছেন।

তবে সবচেয়ে বড় চমক বোধহয় মুর্শিদাবাদ জেল কংগ্রেসের সাধারণ সম্পাদক অরিত্র চৌধুরীকে দলে টেনে আনা। এর ফলে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর খাসতালুক মুর্শিদাবাদে বড়সড় ধাক্কা দিল তৃণমূল কংগ্রেস। এমনটাই মনে করা হচ্ছে।

English summary
21st July : CPM, Congress leaders, councillors joins TMC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X