For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তিনমাসে ১৭৫ কেজি ওজন ঝরালেন 'বিশ্বের সবচেয়ে ভারী মানুষ'

মেক্সিকোর চিকিৎসকেরা বিশ্বের সবচেয়ে ভারী মানুষ খুয়ান পেদ্রো ফ্রাঙ্কোর গ্যাসট্রিক বাইপাস সার্জারি করার আগে নির্দিষ্ট দিন ঠিক করে দিয়েছিলেন।

  • |
Google Oneindia Bengali News

মেক্সিকো সিটি, ৩০ মার্চ : মেক্সিকোর চিকিৎসকেরা বিশ্বের সবচেয়ে ভারী মানুষ খুয়ান পেদ্রো ফ্রাঙ্কোর গ্যাসট্রিক বাইপাস সার্জারি করার আগে নির্দিষ্ট দিন ঠিক করে দিয়েছিলেন।

খুয়ান পেদ্রো একসময়ে ৫৯৫ কিলো ওজনের ছিলেন। গত তিনমাস ধরে অপারেশনের জন্য ফিট হতে তিনি ডায়েটে রয়েছেন। আর এই ডায়েটে থেকেই মেক্সিকোর বাসিন্দা খুয়ান একধাক্কায় ১৭৫ কেজি ওজন কমিয়ে ফেলেছেন।

তিনমাসে ১৭৫ কেজি ওজন ঝরালেন 'বিশ্বের সবচেয়ে ভারী মানুষ'

চিকিৎসকেরা জানিয়েছেন, শুধুমাত্র অপারেশনের জন্য সুস্থ হতে পেদ্রো নিজের ওজনের প্রায় ৩০ শতাংশ ওজন ঝরিয়ে ফেলেছেন। ফলে এখন আর ওজন কমানোর বারিয়াট্রিক অপারেশন করতে কোনও অসুবিধা নেই।

গতবছরের নভেম্বরে হাসপাতালে ভর্তি হন পেদ্রো। তবে বিশাল ওজনের পাশাপাশি ডায়বেটিসের সমস্যায় অপারেশন করা যায়নি। তার আগে গত ৬ বছর ওজনের কারণে বিছানায় শুয়েই পেদ্রোকে কাটাতে হয়েছে।

এখন চিকিৎসকেরা জানিয়েছেন, প্রথম ধাপে পেদ্রোর দেহের ওজন অর্ধেক কমানো হবে। এরপরে আর একটি অপারেশন করে তাঁকে সুস্থ করে তোলার চেষ্টা হবে। আপাতত সেই লক্ষ্যেই এগিয়ে চলেছেন পেদ্রো ও হাসপাতালের চিকিৎসকেরা।

English summary
World’s heaviest man, Juan Pedro Franco from Mexico, loses 170 kg in 3 months
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X