For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিমানে মদ নেওয়া যাবে না শুনেই গোটা বোতল সেখানেই সাবাড় মহিলার

  • |
Google Oneindia Bengali News

বেজিং, ২৬ অগাস্ট : বিমানে যেতে গেলে কোনওভাবেই মদের বোতল সঙ্গে নিয়ে যাওয়া যাবে না। এই শুনেই এক মহিলা ঘটালেন আজব কাণ্ড। বোতলটিকে ছেড়ে না দিয়ে, বিমানবন্দরের মধ্যে দাঁড়িয়েই গোটা বোতলের মদ খেয়ে ফেললেন তিনি। [৯২ বছর বয়সে ২৬ মাইল দৌড়ে নয়া বিশ্বরেকর্ড মার্কিন বৃদ্ধার]

অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে চিনের বেজিংয়ে। সেখানকার বিমানবন্দরে এমন ঘটনা ঘটিয়ে কিছুক্ষণ পরই নেশায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। যদিও সেই অবস্থাতেই বিমানে চড়তে নাছোড়বান্দা ছিলেন তিনি। তবে তাঁকে বিমানে চড়তে দেননি নিরাপত্তাকর্মীরা। [২০২২ সালেই ভারত হবে 'পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ']

বিমানে মদ নেওয়া যাবে না শুনেই গোটা বোতল সেখানেই সাবাড় মহিলার


জানা গিয়েছে, ওই মহিলার নাম ঝাও। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ওই মদের বোতলটি তিনি কিনেছিলেন। বেজিং হয়ে বিমানে ওয়েনঝাও যাওয়ার কথা ছিল তাঁর। তবে নিরাপত্তাকর্মীরা মদের বোতল নিয়ে আপত্তি করাতেই তা ফেলে না দিয়ে খেয়ে ফেলেন ঝাও। [গাড়ি চালানো অবস্থায় নিজেকে চড় মেরে অজ্ঞান যুবক]

বেজিং আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, নেশার ঘোরে খানিক চেঁচামেচি করার পরে অচৈতন্য হয়ে যান ঝাও। প্রায় সাত ঘণ্টা পরে তাঁর ঘুম ভাঙে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হলে তাঁরা এসে মাতাল ঝাওকে বাড়ি নিয়ে যান। ঘুম ভেঙে অবশ্য বিমানবন্দরের কর্মীদের কৃতজ্ঞতা জানাতে ভোলেননি ঝাও। [খাটেই পাশে শুয়ে অচেনা নগ্ন ব্যক্তি, ঘুম ভেঙে চমকে উঠলেন দম্পতি]

English summary
Woman drinks entire bottle of alcohol after being told she cannot carry it on plane
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X