For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অদ্ভূত প্রাণী 'টার্ডিগ্রেড': কোন বিপদেই যে কাবু হয় না

শত বিপদ বা প্রতিকুল পরিবেশেও টিকে থাকার ক্ষমতা কোন প্রাণীর সবচেয়ে বেশি? গবেষকরা বলছেন, তারা দেখেছেন টার্ডিগ্রেড নামের একটি অতি ক্ষুদ্র প্রাণী হয়তো এ ক্ষেত্রে সবার সেরা।

  • By Bbc Bengali

শত বিপদ বা প্রতিকুল পরিবেশের মধ্যেও টিকে থাকার ক্ষমতা কোন প্রাণীর সবচেয়ে বেশি?

গবেষকরা বলছেন, তারা দেখেছেন টার্ডিগ্রেড নামের একটি অতি ক্ষুদ্র প্রাণী এ ক্ষেত্রে হয়তো সবার সেরা।

এক মিলিমিটারের মতো দীর্ঘ এই অতিক্ষুদ্র প্রাণীটিকে অনেকে বলেন ওয়াটার বেয়ার (পানির ভালুক) । এরা তেজস্ক্রিয়তা , অতিমাত্রায় ঠান্ডা, চরম পানিশূন্যতা থেকে শুরু করে মহাশূন্যেও টিকে থাকতে পারে।

টার্ডিগ্রেড দেখতে অদ্ভূত চেহারার। এর আটটি পা, তাতে আবার নখওয়ালা থাবা আছে। এদের দেখলে মনে হয় এটা এক ধরণের পতঙ্গ বা ইনসেক্ট। কিন্তু আসলে তারা 'ওয়ার্ম' বা কেঁচো-জাতীয় প্রাণীর বেশি কাছাকাছি।

এদের ডিএনএ সম্পর্কে গবেষণা রিপোর্ট প্রকাশিত হয়েছে পিএলওএস বায়োলজি নামের একটি সাময়িকীতে।

এতে দেখা গেছে, পৃথিবীতে যত রকম মহাজাগতিক দুর্যোগ ঘটতে পারে - তার প্রায় সবগুলোই মোকাবিলা করে টিকে থাকার ক্ষমতা আছে এই টার্ডিগ্রেডের।

এদেরকে পুকুরে শুকিয়ে যাওয়া উদ্ভিদের মধ্যে পাওয়া যায়। এমনকি কয়েক বছর পর্যন্ত সেখানে কোন পানি না থাকলেও এরা বেঁচে থাকতে পারে।

বিজ্ঞানীরা বলেছেন এই বিস্ময়কর ক্ষমতার মূল কারণ হলো টার্ডিগ্রেডের জিনের মধ্যেই এমন কিছু প্রোটিন থাকে যা তাদের দেহকোষের পানির অভাব পূরণ করতে পারে।

পরে যখন পানি পাওয়া যায় তখন আবার কোষগুলো তারা পানি দিয়ে ভর্তি করে নেয়।

বিজ্ঞানীরা বলছেন টার্ডিগ্রেডে রই বিচিত্র ক্ষমতা মানুষের কাজেও লাগতে পারে, যেমন একে হয়ত রেফ্রিজারেশন ছাড়াই টিকা কিভাবে মজুত করে রাখা যায় - এদের পরীষা করে তার সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে।

English summary
wired animal came into news.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X