For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিলেতে পালিয়েও নিস্তার নেই বিজয় মালিয়ার, শুনতে হল 'চোর' বদনামের টিটকিরি

মালিয়াকে মাঠে ঢুকতে দেখেই ভারতীয় সমর্থকরা 'চোর চোর' বলে চেঁচিয়ে ওঠেন। স্টেডিয়ামে ঢোকবার মুখেই ভারতীয় সমর্থকরা চিৎকার করে বলেন, 'চোর চোর, চোর যাচ্ছে।'

Google Oneindia Bengali News

আর্থিক তছরুপ সহ একাধিক অভিযোগ রয়েছে, বিজয় মাল্যর বিরুদ্ধে। আর সেসবের জেরে বহুদিন হল তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। দেশ ছাড়লেও বিতর্কিত এই ভারতীয় ব্যবসায়ী, লন্ডনে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সবকটি ম্যাচেই মাঠে দর্শকাসনে হাজির থাকছেন।

রবিবারের দক্ষিণ আফ্রিকা বনাম ভারতের ম্যাচেও মাল্যকে দেখা গিয়েছে ওভালে। আর তাকে মাঠে দেখতেই ভারতীয় সমর্থকরা 'চোর চোর' বলে চেঁচিয়ে ওঠেন। স্টেডিয়ামে ঢোকবার মুখেই ভারতীয় সমর্থকরা চিৎকার করে বলেন, 'চোর চোর, চোর যাচ্ছে।' শুধু, রবিবারের ম্যাচে নয়, এর আগে চ্যাম্পিন্স ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচেও মাঠে দেখা গিয়েছে বিজয় মাল্যকে। সেদিন গ্যালারিতে তার পাশে ছিলেন সুনীল গাভাস্কার। এরপর বিরাট কোহলির এক ফান্ডি রাইজিং পার্টিতেও মাল্যকে ঢুকতে দেখা যায়।

উল্লেখ্য, দেশের নামি ব্যবসায়ী, মাল্যর ৯ হাজার কোটি টাকা দেনা রয়েছে ব্যাঙ্কে । এমন অবস্থায় দেনার দায়ে, ভারতের প্রথম সারির ব্যাবসায়ী মাল্য দেশ ছেড়ে লন্ডনে গিয়ে আশ্রয় নিয়েছেন। ২০১৬ সালেই দেশ ছেড়ে পালিয়েছেন। তাকে দেশের ফিরিয়ে আনবার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার।

English summary
Fugitive Indian businessman Vijay Mallya was booed by the Indian fans at The Oval were the India versus South Africa match in ICC Champions Trophy was played on Sunday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X