For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২ বছরে ৩ জোড়া যমজ সন্তানের মা হলেন এক মহিলা

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কানসাস, ২০ জুলাই : মাত্র ২ বছরের মধ্যে তিনবার সন্তানের জন্ম দিয়েছেন দানিশা কাউচ। আর প্রতিবারই যমজ সন্তানের মুখ দেখেছেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাস শহরের বাসিন্দা কুড়ি বছরের দানিশা তাই মা হয়েই খবরে চলে এসেছেন। [স্কুলের বাথরুমে সন্তান প্রসব ১৩ বছরের কিশোরীর]

জানা গিয়েছে, গত মাসের ১৭ জুন দুই কন্যা সন্তানের জন্ম দেন তিনি। তাদের নাম ডারলা ও ডালানি। এর আগে গতবছরের ২৯ মে দুই যমজ কন্যাসন্তান জন্ম নেয় দানিশার গর্ভ থেকে। তাদের নাম ডেলিয়াহ ও ডাভিনা। আর তারও আগে ২০১৪ সালের ১৩ এপ্রিল দুই পুত্র সন্তানের জন্ম দেন দানিশা। যাদের নাম ডেসমন্ড ও ডানারিয়াস। [১ বছরের শিশুর ২৫ বছরের যুবকের মতো যৌনাঙ্গ]

২ বছরে ৩ জোড়া যমজ সন্তানের মা হলেন এক মহিলা

তবে তার মধ্যে ডেসমন্ড নামের সদ্যজাত ভূমিষ্ঠ হওয়ার পরে নানা শারীরিক সমস্যায় মারা যায়। তখন কান্নায় ভেঙে পড়েছিলেন দানিশা। তবে তারপর দু'বার গর্ভধারণ করে দু'বারই যমজ সন্তানের জন্ম দিয়ে সেই দুঃখ কিছুটা হলেও ভুলেছেন। [৪ বছরের শিশুর পেটে শিশু]

দানিশার চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসকেরা আগেই জানিয়েছিলেন, প্রতিবারই একসঙ্গে অনেক সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর। আর হয়েছেও তাই। চিকিৎসকেরা জানিয়েছেন, এই ধরনের ঘটনা বিরল। জিনগত কারণে পরপর তিনবার যমজ সন্তান জন্মের মতো ঘটনা ঘটেছে। [যাবজ্জীবনের সাজা এড়াতে ১০ বছরে ১৩ বার গর্ভবতী]

দানিশা জানিয়েছেন, তাঁর প্রেমিক অর্থাৎ সন্তানের বাবার বাড়ির কারও যমজ সন্তান নেই। এমনকী তার পরিবারেও কেউ যমজ নেই। তাঁরা ১২ ভাইবোন। এবং দানিশের প্রেমিকরা ৯ ভাইবোন। এতবড় পরিবার একসঙ্গে দুই সদ্যজাতকে আপন করে নিয়ে সুখে দিন কাটাচ্ছে।

English summary
USA : Kansas Mom Gives Birth to 3rd Set of Twins in 2 Years
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X