For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এখনই ৭ ফুট ৮ ইঞ্চি, বছরে ৬ ইঞ্চি করে উচ্চতায় বাড়ছে এই কিশোর

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

মিশিগান, ২২ সেপ্টেম্বর : সদ্য কৈশোর পেরিয়ে যৌবনের চৌকাঠে পা রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের বাসিন্দা ১৯ বছরের ব্রক ব্রাউন। তবে এর মধ্যেই সে চর্চার বিষয় হয়ে উঠেছে। কারণ আপাতত তাঁর উচ্চতা ৭ ফুট ৮ ইঞ্চি। এবং বছরে সে ৬ ইঞ্চি হারে উচ্চতায় বেড়ে চলেছে। [কবর থেকে বের করে মৃত আত্মীয়ের "মেক-ওভার"! এটাই প্রথা এখানে!]

এইভাবে বাড়তে থাকলে আগামী কিছুদিনের মধ্যেই ব্রক হয়ে যাবে পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ (এই মুহূর্তে এই রেকর্ডের অধিকারী ৮ ফুট ২ ইঞ্চি লম্বা)। [অদ্ভুত অঙ্গধারী এই মানুষদের বাস এই পৃথিবীতেই]

এখনই ৭ ফুট ৮ ইঞ্চি, বছরে ৬ ইঞ্চি করে উচ্চতায় বাড়ছে এই কিশোর

জানা গিয়েছে, ব্রকের জিনগত সমস্যা রয়েছে। যার পোশাকি নাম 'সোটোস সিনড্রোম'। এটি ব্রকের পাঁচ বছর বয়সের সময়ে ধরা পড়ে। চিকিৎসকেরা জানিয়েছেন এটি এমন একটি সমস্যা যা প্রতি ১৫ হাজারে একজনের হতে পারে। প্রথমে মনে হয়েছিল ব্রক হয়ত কৈশোর পেরনোর আগেই মারা যাবে, তবে তা হয়নি। [এই 'বিস্ময়-শিশুদের' দেখলেই চমকে উঠবেন!]

তাই বলে সমস্যা কম পোহাতে হয়নি ব্রককে। ব্রকের হার্টে সমস্যা রয়েছে। শিরদাঁড়ার হাড় বেশ সরু, জন্মের সময়ে একটি কিডনি নিয়ে সে পৃথিবীতে এসেছে। এছাড়া হাইপারঅ্যাক্টিভিটি ডিসঅর্ডার থাকায় যখন-তখন মেজাজ হারিয়ে ফেলে সে। [জটিল যেসব জেনেটিক সমস্যা নিয়ে পৃথিবীতে এসেছে মানুষ]

জানা গিয়েছে, কিন্ডারগার্টেনে পড়ার সময়ই ব্রকের উচ্চতা ছিল ৫ ফুট ২ ইঞ্চি। ছেলের জন্য আলাদা করে জামাকাপড় তৈরি করতে হয়, এবং ২৮ সাইজের জুতো অর্ডার দিয়ে বানাতে হয় বলে জানিয়েছেন মা ডরসি। এছাড়া বাড়িতে শোওয়ার জন্য৮ ফুটের বিছানা রয়েছে ব্রকের জন্য।

ব্রক ব্রাউন এই শরীর নিয়ে আরকানসাসে শিশু হাসপাতালে দেখিয়ে গিয়েছে। তবে সব দেখেশুনে চিকিৎসকদের এখন স্থির বিশ্বাস, একেবারে সাধারণ মানুষের মতোই আয়ু হবে ব্রকের। যা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তাঁর মা ডরসি।

English summary
USA : 7.8 foot tall Michigan teen can't stop growing
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X