For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিরিয়ায় আরো হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

রাসায়নিক অস্ত্র হামলার জের ধরে সিরিয়ায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্র জানিয়েছে,তারা দেশটিতে আরো সামরিক অভিযান চালাতে পারে। সিরিয়ার বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থার ইঙ্গিত দিয়েছেন।

  • By Bbc Bengali

মার্কিন নৌবাহিনীর একটি জাহাজ থেকে ওই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
BBC
মার্কিন নৌবাহিনীর একটি জাহাজ থেকে ওই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

রাসায়নিক অস্ত্র হামলার জের ধরে সিরিয়ায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা দেশটিতে আরো সামরিক অভিযান চালাতে পারে। সিরিয়ার বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থার ইঙ্গিত দিয়েছেন মার্কিন কর্মকর্তারা। এ নিয়ে জাতিসংঘেও তুমুল বিতর্ক হয়েছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি জরুরী বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত নিক্কি হ্যালে বলেছেন, রাসায়নিক অস্ত্রের ব্যবহার বন্ধ আর নিরস্ত্রীকরণ ব্যাপকভাবেই জাতীয় নিরাপত্তার সাথে জড়িত। আমেরিকা এটাই শুধু নিশ্চিত করার চেষ্টা করছে, যাতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ যেনো কখনো রাসায়নিক অস্ত্র ব্যবহার না করেন।

এদিকে মার্কিন অর্থমন্ত্রী স্টিভ মানোশিন বলেছেন, সিরিয়ার বিরুদ্ধে আরো কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে তিনি প্রস্তুতি নিচ্ছেন।

মার্কিন রাষ্ট্রদূত নিক্কি হ্যালে
AFP
মার্কিন রাষ্ট্রদূত নিক্কি হ্যালে

জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত সাফ্রোনকভ
AFP
জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত সাফ্রোনকভ

সিরিয়ার একটি শহরে রাসায়নিক হামলার জের ধরে, সিরিয়ার একটি বিমান ঘাটিতে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র। এর আগে ইসলামপন্থী জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালালেও, সিরিয়ার কোন সরকারি ঘাটিতে মার্কিন হামলা এই প্রথম।

মার্কিন নৌবাহিনীর একটি জাহাজ থেকে ওই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

শুক্রবারের ওই অভিযানে অন্তত ছয়জন নিহত হয়েছে বলে জানা যাচ্ছে।

তবে ওই অভিযান আন্তর্জাতিক আইনে লঙ্ঘন দাবি করে, রাশিয়া নিন্দা জানিয়েছে।

জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত সাফ্রোনকভ বলেছেন, এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে সন্ত্রাসীদেরই উৎসাহিত করছে।

সিরিয়ায় একটি শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলারও প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া।

English summary
US may attck more on Syria
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X