For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অগ্নিপরীক্ষায় পাশ করলেন মোদী, রাজি হলেন ট্রাম্প, কী ছিল মোদীর চ্যালেঞ্জ

ভারতকে প্রিডেটর ড্রোন বিক্রিতে সবুজ সঙ্কেত ট্রাম্পের, প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতকে অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগীর তকমা

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

সফল হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন সফরের প্রথম চ্যালেঞ্জ ভালভাবেই উতরোলেন প্রধানমন্ত্রী। ভারতকে প্রিডেটর ড্রোন বিক্রি করতে রাজি হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকের পর ভারতকে ইউএস প্রিডেটর ড্রোন বিক্রির সবুজ সঙ্কেত দিলেন মার্কিন প্রেসিডেন্ট। এর ফলে ভারতই প্রথম এমন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেল যারা ন্যাটো-র সদস্য না হওয়া সত্ত্বেও প্রিডেটর ড্রোনের অধিকারী।

অগ্নিপরীক্ষায় পাশ করলেন মোদী, রাজি হলেন ট্রাম্প, কী ছিল মোদীর চ্যালেঞ্জ

সোমবার মোদী- ট্রাম্প বৈঠকেই প্রতিরক্ষা ও নিরাপত্তা নিয়ে দুই রাষ্ট্র একযোগে কাজ করতে একটি যৌথ কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত হয়। বৈঠকের পর যৌথ বিবৃতিতে ভারতকে অন্যতম প্রধান ডিফেন্স পার্টনার বলে সম্বোধন করা হয়। সেই সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতেই ভারতকে সি গার্ডিয়ান আনম্যানড এরিয়াল সিস্টেম বিক্রি করার প্রস্তাব দেওয়া হয়েছে বলে যৌথ বিবৃতিতে জানানো হয়েছে।

অগ্নিপরীক্ষায় পাশ করলেন মোদী, রাজি হলেন ট্রাম্প, কী ছিল মোদীর চ্যালেঞ্জ

ভারতীয় নৌবাহিনীর হাতে ২২টি প্রিডেটর ড্রোন এসে গেলে, ভারত মহাসাগরে নজরদারি ভারতের পক্ষে অনেক বেশি সহজ হয়ে যাবে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। ২২টি প্রিডেটর ড্রোন কিনতে ভারতের খরচ হবে প্রায় তিন বিলিয়ন মার্কিন ডলার। কিছুদিন পরই আমেরিকা, জাপান ও ভারতের যৌথ নৌবাহিনীর মহড়া শুরু হবে। সেই মহড়াতেই ভারত মহাসাগর সহ উপকূলে নজরদারি নিয়ে নয়া কর্মসূচি নেওয়া হবে বলে জানানো হয়েছে।

English summary
President Trump clears sale of predator drones to India, recognized India as major defence partner.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X