For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উরি হামলা কাশ্মীর অশান্তির 'প্রতিক্রিয়া', ফের ভারতকে আক্রমণ পাক প্রধানমন্ত্রীর

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নিউ ইয়র্ক, ২৪ সেপ্টেম্বর : রাষ্ট্রসংঘের মঞ্চে দাঁড়িয়ে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে তো সমর্থন দেখিয়েইছিলেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, এবার উরি কাণ্ড থেকে পাকিস্তানের দুরত্ব তৈরি করতে কাশ্মীরের অশান্তিকেই দায়ী করলেন তিনি। শুক্রবার তাঁর দাবি, সম্প্রতি কাশ্মীরে চলা অশান্তির ফলেই উরিতে সেনা দফতরের হামলা হয়েছে। [রাষ্ট্রসংঘে বুরহান ওয়ানি কে শহিদ আখ্যা নওয়াজের, কড়া সমালোচনা ভারতের]

ভারতীয় আধিকারিকরা ইতিমধ্যেই জানিয়েছে, পাকিস্তানের জঙ্গি সংগঠন জঈশ-এ-মহম্মদ উরির হামলার পিছনে রয়েছে। শুধু উরি নয়, জানুয়ারি মাসে পাঠানকোটের বায়ুসেনা ঘাঁটিতেও যে জঙ্গিহামলা হয়েছিল তার পিছনেও যে এই পাক জঙ্গি সংগঠনের হাত রয়েছে তার প্রমাণও ভারত দিয়েছে। কিন্তু প্রমাণ সত্ত্বেও রবিবারের উরি হামলা নিয়ে ইসলামাবাদ কাশ্মীরের অশান্তিকে ঢাল বানাতে চাইছে। [গোটা বিশ্ব থেকে পাকিস্তানকে আলাদা করার কূটনৈতিক অবস্থান নেবে ভারত]

উরি হামলা কাশ্মীর অশান্তির ফল, ফের ভারতকে আক্রমণ পাক প্রধানমন্ত্রীর

নিউ ইয়র্ক থেকে পাকিস্তান ফেরার সময়ে ব্রিটেনের লুটন বিমানবন্দরে দাঁড়িয়ে ফের কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন এবং ভারতের 'বর্বর' আচরণ নিয়ে সরব হন। পাক প্রধানমন্ত্রী বিমাবন্দরে দাঁড়িয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, কাশ্মীরে অশান্তির জেরে ১০৮ জন মারা গিয়েছে, হাজার হাজার আহত হয়েছেন। কাশ্মীরের অশান্তির উরি হামলায় উস্কানি দিয়েছে। [ডানায় লেখা উর্দু শব্দ, 'পাকিস্তান থেকে উড়ে আসা পায়রা' নিয়ে তদন্তে পাঞ্জাব পুলিশ]

শরিফের কথায়, "এটা কি বর্বরতা নয়? ওরা (ভারত) এই বর্বর আচরণ ও নিপীড়ন নিয়ে কোনও কথা বলছে না।"

পাশাপাশি পাক প্রধানমন্ত্রীর মন্তব্য, "কাশ্মীরে যা চলছে তার প্রতিক্রিয়া তো কাশ্মীরিদের দিক থেকেও আসা স্বাভাবিক। তাই ১২ ঘন্টার মধ্যে উরি হামলার পিছনে পাকিস্তান রয়েছে বলে আমাদের দায়ি করা, আমার মনে হয়না সঠিক।"

ভারত কড়া জবাব দিলেও এর পর কেন্দ্রের তরফে কোনও কড়া পদক্ষেপ নেওয়া হবে কি না তাই দেখার।

English summary
Uri attack could be the result of Kashmir unrest, says Pakistan PM Sharif
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X