For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৯ সেপ্টেম্বর থেকে টুইটারে এই উল্লেখযোগ্য পরিবর্তন হতে চলেছে!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

খুব তাড়াতাড়ি টুইটে বাড়তি কিছু যোগ করতে পারবেন আপনি। সেজন্য আগামী ১৯ সেপ্টেম্বর থেকে টুইটের ১৪০ অক্ষরের সীমায় ছাড় দেওয়া হচ্ছে। কোনও ধরনের অ্যাটাচমেন্ট যেমন গিআইএফ, ছবি, ভিডিও, পোল ইত্যাদির জন্য ক্যারেকটার লিমিট যেমন কমে আসত, এবার থেকে তা আর হবে না। [টুইটার সম্পর্কে এই মজাদার তথ্যগুলি অবশ্যই জেনে রাখুন]

ফলে নিজের বক্তব্য লেখার পরে ইচ্ছেমতো ছবি, ভিডিও আপলোড করতে পারবেন ব্যবহারকারী। ক্যারেকটার লিমিটের মধ্যে এগুলিকে যোগ করা হবে না। তবে এই সবকটি ফিচার্স ১৯ সেপ্টেম্বর থেকেই টুইটে একসঙ্গে যোগ করা যাবে কিনা স্পষ্ট করে বলা হয়নি। [হোয়াটসঅ্যাপ থেকে আপনার ব্যক্তিগত তথ্য ফেসবুকে ফাঁস হওয়া আটকান এই উপায়ে]

১৯ সেপ্টেম্বর থেকে টুইটারে এই উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে?

এটাই প্রথম নয়, এর আগেও টুইটারের অক্ষরের উর্ধ্বসীমা নিয়ে নানা গুজব বাজারে রয়েটে। কিছুদিন আগেই বলা হয়েছিল, টুইটারের অক্ষরের উর্ধ্বসীমা একেবারে তুলে দেওয়া হবে। গত মে মাসে টুইটারের পক্ষ্য থেকে অক্ষরের সীমা তুলে দেওয়া নিয়ে মন্তব্য করা হয়েছিল। [হোয়াটসঅ্যাপে এবার Bold বা Italics-এ লিখুন, জেনে নিন সহজ পদ্ধতি]

তবে কবে তা বলবৎ করা হবে, সেবিষয়ে টুইটার কর্তৃপক্ষ কিছুই জানায়নি। এবার অর্থাৎ আগামী ১৯ সেপ্টেম্বর কি আদৌও অক্ষরের উর্ধ্বসীমা তুলে নেবে বা নতুন কোনও বদল আনা হবে টুইটারে? এবারও আপাতত নিরুত্তর কর্তৃপক্ষ। ফলে সোমবার পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই। [ফেসবুকে লুকোনো ফ্রেন্ডলিস্ট দেখার উপায়]

English summary
Twitter reportedly set to extend character limits on September 19th
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X