For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাবুলে বিক্ষোভ মিছিলে জোড়া বিস্ফোরণ, মৃত অন্তত ৮০, আহত ২৩১ জনের বেশি

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কাবুল, ২৩ জুলাই : কাবুলে জোড়া বিস্ফোরণে ৮০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এক বিক্ষোভ মিছিলে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় ২৮৩ জন আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণটি হয়েছে কাবুলের দেহমাজাঙ্গ সার্কেলের কাছে। সেখানে হাজারা সংখ্যালঘুরা একজোট হয়ে মিছিল করে বিক্ষোভ প্রদর্শন করছিলেন। জানা গিয়েছে, এক আত্মঘাতী জঙ্গি গায়ে বোমা বাঁধা অবস্থায় এসে মিছিলে ঢুকে নিজেকে উড়িয়ে দেয়।

কাবুলে বিক্ষোভ মিছিলে জোড়া বিস্ফোরণ, মৃত অন্তত ১০

মিছিলের উদ্যোক্তাদের দাবি ছিল, পাওয়ার ট্রান্সমিশন লাইনের নির্ধারিত রুট বদল করতে হবে। সেই দাবিতেই তাঁরা জড়ো হয়েছিলেন। মিছিলে হাজার খানেক লোক ছিল। তার মধ্যে ভিড়ে ঢুকেই বিস্ফোরণ ঘটানো হয়।

বিস্ফোরণের পর চারিদিকে হুড়োহুড়ি পড়ে গিয়েছে। মৃতদেহের ভিড় ঠেলে ভয়ে যে যেদিকে পেরেছেন, ছুটে পালিয়েছে মানুষ। ঘটনায় বেশ কিছু মানুষ আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। এখনও পর্যন্ত কোনও জঙ্গিগোষ্ঠী এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। বিস্ফোরণের দায় আইএসআইএস নিয়েছে।

English summary
Twin blasts rip through Kabul's mass demonstration in Afghanistan, several dead
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X