For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিক্ষোভ আর তথ্য ফাঁসের জন্য ওবামাকে দুষলেন ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন তার ভ্রমণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিক্ষোভ আর হোয়াইট হাউস থেকে নানা তথ্য ফাঁস হওয়ার পেছনে আছেন বারাক ওবামা।

  • By Bbc Bengali

প্রেসিডেন্ট ট্রাম্প: সবকিছুর জন্য দুষলেন ওবামাকে
AP
প্রেসিডেন্ট ট্রাম্প: সবকিছুর জন্য দুষলেন ওবামাকে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন তার ভ্রমণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিক্ষোভ আর হোয়াইট হাউস থেকে নানা তথ্য ফাঁস হওয়ার পেছনে আছেন বারাক ওবামা।

ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প এই দাবি করেছেন।

সাক্ষাৎকারে তিনি বলেন, "আমার তো মনে হয় এর পেছনে আছেন বারাক ওবামা, কারণ তার লোকজনই নিশ্চিতভাবে এসবের পেছনে রয়েছে।"

তিনি আরও বলেন, "আমার এটাও মনে হয় এসব কেবলই রাজনীতি।"

এই দাবির পক্ষে প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য কোন প্রমাণ হাজির করেননি। সাবেক প্রেসিডেন্ট ওবামা এ নিয়ে এখনো কোন মন্তব্য করেননি।

এই সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর বাজেট কাট-ছাঁট এবং আরও অনেক বিষয়ে কথা বলেন।

যুক্তরাষ্ট্রের সামরিক ব্যায় পাঁচ হাজার চারশো কোটি ডলার (৫৪ বিলিয়ন) বাড়ানোর যে পরিকল্পনা তিনি করছেন, সেই খরচ কোত্থেকে আসবে সে প্রশ্ন করা হয়েছিল তাকে।

ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে চাঙ্গা করে তুলে সেখান থেকে এই খরচ জোগাবেন তিনি। তিনি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে এক শতাংশ থেকে তিন শতাংশে উন্নীত করবেন এবং লাখ লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন বলে ঘোষণা দেন।

কংগ্রেসের উভয় কক্ষের এক যৌথ অধিবেশনে ভাষণ দেয়ার আগে প্রেসিডেন্ট ট্রাম্পের এই সাক্ষাৎকারটি প্রচার করে ফক্স টেলিভিশন।

এই ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প তার পরিকল্পনা আরও বিশদভাবে তুলে ধরবেন বলে মনে করা হচ্ছে।

English summary
Trump accused Obama for protest and Documents leak
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X