For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আত্মঘাতী বিস্ফোরণে কাঁপল জাকার্তা, মৃত ৩, আহত অনেকে

বুধবার রাতে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় এক বাস টার্মিনালের কাছে আত্মঘাতী বিস্ফোরণে মারা যান ৩ জন।

  • |
Google Oneindia Bengali News

বুধবার রাতে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় এক বাস টার্মিনালের কাছে আত্মঘাতী বিস্ফোরণে মারা যান ৩ জন। সেদেশের ভাইস ন্যাশনাল পুলিশ চিফ মনে করছেন, বিস্ফোরণের সঙ্গে মারা গিয়েছে আত্মঘাতী ২ আততায়ীও। আহত হয়েছেন বেশ কয়েকজন। মারা গিয়েছেন এক কর্তব্যরত পুলিশ কর্মীও। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ম্যানচেস্টারের বিস্ফোরণের ঘটনার পর জাকার্তার জোড়া বিস্ফোরণে ঘনীভূত হচ্ছে বহু আশঙ্কার মেঘ।

আত্মঘাতী বিস্ফোরণে কাঁপল জাকার্তা, ক্ষতিগ্রস্ত বহু

তিনি জানিয়েছেন সেদেশের কামপুং মেলায়ু টার্মিনালে এই জোড়া বিস্ফোরণ হয়েছে। তবে বিস্ফোরণের কারণ এখনও পর্যন্ত আজানা। কোনও সংগঠনের পক্ষ থেকেও বিস্ফোরণের দায় স্বীকার করা হয়নি এখনও পর্যন্ত। এর আগে জানুয়ারি মাসে সেদেশে এক হামলা চালায় জঙ্গি সংগঠন আইএসআইএস।তারপর এই বিস্ফোরণকে ঘিরে অনেক কটি সূত্র খুঁজে পাচ্ছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের দাবি, কামপাং মালেয়ু এলাকায় বাস স্ট্যান্ডে প্রথম বিস্ফোরণটি হয়। এর ঠিক ১০ মিনিট পরে কাছেই একটি মোটরবাইক পার্কিং-এ বিস্ফোরণ। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে থাকা সাধারণ মানুষের মধ্যে। চারিদিকে তখন শুধুই রক্ত। ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে বিস্ফোরণে আলাদা হয়ে যাওয়া শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ।

পুলিশের আশঙ্কা হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনার তদন্তে নেমেছে ইন্দোনেশিয়া পুলিশ।

English summary
Indonesian police said on Wednesday that a suspected suicide bomber and a police officer were killed in explosions near a bus station in the eastern part .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X