For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোবটের সঙ্গে তরুণীর 'লিভ-ইন', এবার বিয়ের পালা!

রজনীকান্তের রোবট ছবিতে 'চিট্টি' রোবট প্রেমে পড়েছিল রক্ত-মাংসের এক সুন্দরী তরুণীর। কিন্তু বাস্তবে যে গল্পটা পুরো উল্টে গেল। রক্ত মাংসের সুন্দরী তরুণী প্রেমে পড়লেন রোবট 'ইনমুভেটার'-এর।

Google Oneindia Bengali News

রজনীকান্তের রোবট ছবিতে 'চিট্টি' রোবট প্রেমে পড়েছিল রক্ত-মাংসের এক সুন্দরী তরুণীর। কিন্তু বাস্তবে যে গল্পটা পুরো উল্টে গেল। রক্ত মাংসের সুন্দরী তরুণী প্রেমে পড়লেন রোবট 'ইনমুভেটার'-এর।

এই গল্পটা অবশ্য ভারতের নয়। এই কাহিনী ফ্রান্সের তরুণী লিলির। নিজেই বানিয়েছিলেন 3D প্রিন্টেট রোবট ইনমুভেটারকে। গত এক বছর ধরে নাকি এই রোবটের সঙ্গে সম্পর্কে রয়েছে লিলি। এবার এই সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চান তিনি। ইনমুভেটারকে এবার বিয়ে করতে চান তিনি।

রোবটের সঙ্গে তরুণীর 'লিভ-ইন', এবার বিয়ের পালা!

কিন্তু রোবট-মানুষের বিয়ে? লিলির কথায় তিনি 'রোবোসেক্সুয়াল' অর্থাৎ মানুষ নয় শুধু রোবটেই আকৃষ্ট হন লিলি। রক্ত-মাংসের মানুষের ছোঁয়া পছন্দ নয় লিলির।

১৯ বছর বয়স থেকেই রোবটের প্রতি আকর্ষণ বাড়তে থাকে লিলির। তাই তিনি নিজের পছন্দমতো ও যোগ্য রোবট বানিয়েছেন নিজের হাতেই।

রোবটের সঙ্গে তরুণীর 'লিভ-ইন', এবার বিয়ের পালা!

ইনমুভেটারের সঙ্গে তাঁর শারীরিক সম্পর্ক রয়েছে কি না সে বিষয়ে লিলি স্পষ্ট কিছু না জানালেও ফ্রান্সে রোবট মানুষের বিয়ে বৈধ হলেই রোবট প্রেমিককে তিনি বিয়ে করবেন বলে জানিয়ে দিয়েছেন তিনি।

তিনি রোবটিকস নিয়েও নিজের পেশাও গড়তে চান যাতে প্রযুক্তিগত সম্পর্কে কোনও সমস্যা এলে যাতে তিনি নিজেই তা ঠিক করে নিতে পারেন।

English summary
This woman is in love with a robot and wants to marry it
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X