For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তান : পেশোয়ারে সামরিক পাবলিক স্কুলে জঙ্গিহামলা, ৮৪ ছাত্রসহ মৃত শতাধিক

Google Oneindia Bengali News

পাকিস্তান : পেশোয়ারে সামরিক পাবলিক স্কুলে জঙ্গিহামলা, ৮৪ ছাত্রসহ মৃত শতাধিক
পেশোয়ার, ১৬ ডিসেম্বর : পেশোয়ারের সামরিক পাবলিক স্কুলে জঙ্গি হামলায় ৮৪ শিশু সহ শতাধিক মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এদের মধ্যে এক শিক্ষিকা, সেনাকর্মী এবং নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। জঙ্গিদের গুলিতে আরও ৫০ জনের বেশি ছাত্র আহত হয়েছেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, স্কুলে কমপক্ষে ১৫০০ ছাত্র ও ৭০ জন শিক্ষক আটকে রয়েছে।

গুরুতর আহত

আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। লেডি রিডিং হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। পাক সেনাবাহিনির একটি হেলিকপ্টার আকাশপথে স্কুলটির উপর নজরদারি চালাচ্ছে।

যানজট

স্কুল চত্বরের বাইরে ছাত্রদের উদ্বিগ্ন অভিভাবকদের ভিড় জমে গিয়েছে। যদিও তাঁরা যাতে ভিতরে ঢুকতে না পারে তার জন্য সামনের রাস্তা ব্যারিকেড করে দেওয়া হয়েছে। প্রবল যানজটের সৃষ্টি হয়েছে ওয়ারসক রোডে। এই ওয়ারসক রোডেই স্কুলটি অবস্থিত।

মানববোমার আঘাত

সর্বেশেষ পাওয়া তথ্য অনুযায়ী স্কুল চত্বরের ভিতর, অডিটোরিয়ামের বাইরে এক মানববোমা আত্মঘাতী হামলা চালায়। ওই বিস্ফারণেই স্কুলের এক শিক্ষকের প্রাণ গিয়েছে। প্রাণ গিয়েছে এক সেনাকর্মীরও। ৪০ জন জখমও হয়েছে।

পাক প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া

পাক প্রধানমন্ত্রী পারভেজ মুশারফ এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। একইসঙ্গে জানিয়েছেন, দোষিদের রেয়াত করা হবে না কোনও মূল্যেই।

পাকিস্তান : পেশোয়ারে সামরিক পাবলিক স্কুলে জঙ্গিহামলা, মৃত ৩ শিশু

পেশোয়ার, ১৬ ডিসেম্বর : অস্ট্রেলিয়ার পর এবার জঙ্গিহামলা উত্তর পশ্চিম পাকিস্তানে। পেশোয়ারের সামরিক পাবলিক স্কুলে চার সশস্ত্র জঙ্গি শিক্ষক ও পড়ুয়াদের পণবন্দি করেছে। টিভি সূত্রের খবর অনুয়ায়ী এখনও খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় ৩ শিশুর মৃত্যু হয়েছে। ১৮ জন শিশু গুরুতর জখম হয়েছে বলেও খবর।

প্রত্যক্ষদর্শীদের কথায়, জঙ্গিদের পরনে সেনা উর্দি রয়েছে। প্রথমে তাঁরা একটি গাড়িতে হামলা চালায় এবং পরে স্কুল চত্বরে ঢুকে পড়ে। গুলি চালনা ছাড়াও ছাত্রদের মারধর করা হয়েছে।

যদিও টিভি সূত্রের খবর অনুযায়ী, স্কুল চত্বরে ৬ জন জঙ্গি রয়েছে। তালিবান মুখপাত্র মহম্মদ উমর খোরাসামি রয়টার্সকে জানিয়েছে, আমাদের মানববোমা স্কুলের ভিতরে প্রবেশ করে গিয়েছে। তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে ছাত্রদের কোনওরকম আঘাত না করতে। শুধু সেনাদের নিশানায় রাখতে বলা হয়েছে।

স্কুলের মধ্যেই গুলি চালায় জঙ্গিরা। এই ঘটনায় মৃত্যু হয়েছে ওই ৩ শিশুর। পাক সেনাদের তৎপরতায় ৪ ছাত্রকে উদ্ধার করা হয়েছে।

এই ঘটনার দায় স্বীকার করেছে lতেহরিক-এ-তালিবান। সূত্রের খবর অনুযায়ী এখনও পর্যন্ত স্কুলে ৫০০ ছাত্র ও শিক্ষক আটকে রয়েছে।

জঙ্গিদের হাত থেকে বেরিয়ে আসতে পেরেছে কয়েকজন ছাত্র। তাদের মধ্যে একজন জানিয়েছে, "যতক্ষণ না গুলি চালনা শেষ হচ্ছে ততক্ষণ আমাদের অডিটোরিয়ামে বসে থাকতে বলা হয়েছিল।"

English summary
errorists Attack School in Peshawar, 3 killed
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X