For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিপিএল নিলাম ২০১৯: আফ্রিদি, আশরাফুল, মুশফিকরা কে কোন দলে

২০১৯ সালের জানুয়ারি মাসের বাংলাদেশ প্রিমিয়ার লিগের নিলাম হয়েছে আজ। ডেভিড ওয়ার্নার ও এবি ডি ভিলিয়ার্সের দল ঘোষণা হয়েছে আগেই। বাকিরা কে কোন দলে?

  • By Bbc Bengali

এবি ডিভিলার্স (ডানে), শহীদ আফ্রিদি (মাঝে) ও মোহাম্মাদ আশরাফুল (বামে)
Getty Images
এবি ডিভিলার্স (ডানে), শহীদ আফ্রিদি (মাঝে) ও মোহাম্মাদ আশরাফুল (বামে)

আজ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২০১৯ মৌসুমের নিলাম।

সরাসরি চুক্তি করার হিসেবে ডেভিড ওয়ার্নার ও এবি ডি ভিলিয়ার্সের নাম সবচেয়ে বড়।

ডেভিড ওয়ার্নারের সাথে চুক্তি করেছে সিলেট সিক্সার্স।

এবি ডি ভিলিয়ার্সকে দলে নিয়েছে রংপুর রাইডার্স।

দলগুলো ছয়জন করে ক্রিকেটার আগেই নিশ্চিত করেছে।

যাদের মধ্যে চারজনকে আগের মৌসুম থেকে ধরে রাখার সুযোগ ছিল।

আরো দুজন ক্রিকেটার যারা আগের মৌসুমে খেলেননি তাদের সাথে সরাসরি চুক্তি করার সুযোগ ছিল।

বিদেশি ক্রিকেটারদের মধ্যে বড় নামগুলোর সাথে আগেই চুক্তি থাকায় নিলামের দিন মূলত বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে কাড়াকাড়ি হয়েছে দলগুলোর মধ্যে।

শহীদ আফ্রিদি খেলবেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে।

নিলামের আগে কেবল মাত্র মুশফিকুর রহিমের দল নিয়ে সংশয় ছিল। কিন্তু ড্রাফট শুরুর আগেই চিটাগং ভাইকিংস মুশফিককে দলে নেয়।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ইতিহাসের তৃতীয় সফলতম ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

সিলেট সিক্সার্স আফিফ হোসেনকে দলে নিয়েছে।

সৌম্য সরকারকে নিয়েছে রাজশাহী কিংস।

মোসাদ্দেক হোসেন সৈকতের দল চিটাগং ভাইকিংস।

আবু হায়দার রনির ঠিকানা কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

জহুরুল ইসলাম ও অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেটার শরিফুল ইসলামকে দলে নিয়েছে খুলনা টাইটানস।

আফগানিস্তান প্রিমিয়ার লিগে ছয় বলে ছয়টি ছক্কা হাকানো হজরতুল্লাহ যাযাই যোগ দেবেন ঢাকা ডায়নামাইটসে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০১৯-এ ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা

ঢাকা ডায়নামাইটস

রংপুর রাইডার্স

রাজশাহী কিংস

কুমিল্লা ভিক্টোরিয়ান্স

সাকিব

মাশরাফি

মুমিনুল হক

তামিম ইকবাল

নারিন

নাজমুল অপু

সেকুগে প্রসন্ন

শহীদ আফ্রিদি

পোলার্ড

ক্রিস গেইল

রায়ান টেন ডেসকাটে

থিসারা পেরেরা

আন্দ্রে রাসেল

এবি ডি ভিলিয়ার্স

মোহাম্মদ সামি

শোয়েব মালিক

হজরতুল্লাহ যাযাই

অ্যালেক্স হেলস

কামরুল ইসলাম রাব্বি

আসেলা গুনারত্ন

রুবেল হোসেন

শফিউল ইসলাম

মারশাল আইয়ুব

লিয়াম ডসন

নুরুল হাসান

সোহাগ গাজি

লরি ইভান্স

সাইফ উদ্দিন

রনি তালুকদার

ফরহাদ রেজা

ইসুরু উদানা

ইমরুল কায়েস

শুভাগত হোম

মেহেদি মারুফ

আলাউদ্দিন বাবু

আবু হায়দার রনি

এন্ড্রু বার্চ

রবি বোপারা

আরাফাত সানি

এনামুল বিজয়

ইয়ান বেল

রিলি রুশো

ফয়জলে মাহমুদ রাব্বি

জিয়াউর রহমান

কাজী অনিক

নাহিদুল ইসলাম

সৌম্য সরকার

মেহেদি হাসান

মিজানুর রহমান

নাদিফ চৌধুরী

জাকির হাসান

মোশাররফ রুবেল

আসিফ হাসান

আবুল হাসান রাজু

ক্রিস্টিয়ান জোনকার

মোহাম্মদ শহীদ

শাহাদাৎ হোসেন রাজিব

বেনি হাওয়েল

কাইস আহমেদ

শামসুর রহমান

নাইম শেখ

ফারদিন হোসেন অনি

মুস্তাফিজুর রহমান

সঞ্জিত সাহা

ওশানে থমাস

মেহেদি হাসান মিরাজ

এভন লুইস

ওয়াকার সালমাখেল

আমের ইয়ামিন

সিলেট সিক্সার্স

খুলনা টাইটানস

চিটাগং ভাইকিংস

নাসির হোসেন

মাহমুদুল্লাহ

মুশফিকুর রহিম

সাব্বির রহমান

কার্লোস ব্র্যাথওয়েট

লুক রঙ্কি

সোহেল তানভির

দাউইদ মালান

সিকান্দার রেজা

লিটন দাস

আলি খান

সানজামুল ইসলাম

ডেভিড ওয়ার্নার

আরিফুল হক

মোহাম্মদ শাহজাদ

সন্দিপ লামিছানে

নাজমুল হোসেন শান্ত

রবার্ট ফ্রাইলিঙ্ক

আফিফ হোসেন

আল আমিন

মোসাদ্দেক সৈকত

আল আমিন হোসেন

তাইজুল ইসলাম

আবু জায়েদ রাহি

তৌহিদ হৃদয়

জহুরুল ইসলাম

সৈয়দ খালেদ আহমেদ

আন্দ্রে ফ্লেচার

শরিফুল ইসলাম

নাইম হাসান

গুলবাদিন নাইব

জহির খান

ক্যামেরন ডেলপোর্ট

অলক কাপালি

রাদারফোর্ড

দাসুন শনাকা

এবাদত হোসেন

শুভাশিষ রয়

মোহাম্মদ আশরাফুল

নাবিল সামাদ

জুনাইদ সিদ্দিকি

রবিউল হক

মোহাম্মদ ইরফান

তানভির ইসলাম

শাদমান ইসলাম

ফ্যাবিয়ান অ্যালেন

মাহিদুল অঙ্কন

নিহাদ উজ জামান

মেহেদি হাসান রানা

লাসিথ মালিঙ্গা

নাজিবুল্লাহ জাদরান

তাসকিন আহমেদ

ইয়াসির শাহ

ব্রেন্ডন টেলর

English summary
Take a look at Bangladesh Premier League or BPL auction
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X