For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সন্ত্রাসবাদের স্বর্গরাজ্য পাকিস্তান: জাতি সংঘের মঞ্চে বিস্ফোরক সুষমা

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নিউ ইয়র্ক, ২৬ সেপ্টেম্বর : প্রত্যাশা মতোই সোমবার জাতি সংঘের সাধারণ সভার ভাষণে সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের বিরুদ্ধে তোপ দাগলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। স্বল্প সময়ের বক্তৃতার বেশির ভাগ অংশেই এদিন পাকিস্তানকে তীব্র আক্রমণ করেন সুষমা স্বরাজ। [পাকিস্তান 'সন্ত্রাসবাদী রাষ্ট্র': বিল পেশ মার্কিন কংগ্রেসে]

এদিনের ভাষণে পাকিস্তানকে উদ্দেশ্য করে বিদেশমন্ত্রী বলেন "কিছু দেশ সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে। সন্ত্রাসবাদকে সমূলে বিনাশ করার জন্য একজোট হয়ে কাজ করতে হবে। যারা এই লড়াইয়ে সামিল হতে চাইছে না তাদের জাতি সংঘের মঞ্চ থেকে বহিস্কার করে দিতে হবে।" ['পাকিস্তান সন্ত্রাসবাদী রাষ্ট্র, কোটি টাকা সন্ত্রাসের পিছনেই খরচ করে', জাতিসংঘে বিস্ফোরণ ভারতের]

সন্ত্রাসবাদের স্বর্গরাজ্য পাকিস্তান: জাতি সংঘের মঞ্চে বিস্ফোরক সুষমা

এখানেই না থেমে বিদেশমন্ত্রী আরও একবার সাফ জানিয়ে দেন, কাশ্মীর ভারতের অংশ ছিল ভারতেরই থাকবে। যদি কোন শক্তি কাশ্মীরকে অশান্ত করতে চায় তার যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি আছে ভারত। এদিনের ভাষণে বিশ্ব জুড়ে যে সমস্ত জঙ্গি হামলা ঘটেছে তারও নিন্দা করেন সুষমা স্বরাজ। [উরি হামলা কাশ্মীর অশান্তির 'প্রতিক্রিয়া', ফের ভারতকে আক্রমণ পাক প্রধানমন্ত্রীর]

এদিনের জাতি সংঘের ভাষণে বিদেশমন্ত্রী কি বক্তব্য রাখবেন তার দিকেই তাকিয়ে ছিল সারা বিশ্ব। সুষমা স্বরাজ এদিন জানান, ভারত সব সময়েই পাকিস্তানের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েছে, আর তার বদলে পেয়েছে পাঠানকোট, উরি হামলার মতো ঘটনা।
তাই জাতি সংঘের মঞ্চে দাঁড়িয়ে বিদেশ মন্ত্রী সাফ জানিয়ে দেন, পাকিস্তান সন্ত্রাসের জন্মদাতা আর সন্ত্রাসবাদীদের কাছে পাকিস্তান হলো স্বর্গরাজ্য। তাই এই জিনিস বেশি দিন মেনে নেওয়া সম্ভব নয়। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে হলে পাকিস্তানকে একঘরে করতে হবে বলে মন্তব্য করেন বিদেশমন্ত্রী। [যখন যেখানে চাই জবাব দিতে পারি, উরি হামলায় পাকিস্তানকে কড়া বার্তা ভারতীয় সেনার]

English summary
Sushma Swaraj Attacks Pak, Says Such Nations 'As Culpable As Terrorists'
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X