For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার সুপার কম্পিউটার বলে দেবে মৃত্যুর নির্ভুল দিনক্ষণ!

  • |
Google Oneindia Bengali News

নিউ ইয়র্ক, ১৫ সেপ্টেম্বর : আগে বলা হত, জন্ম-মৃত্যু সবটাই ভগবানের হাতে। কে কখন গত হবেন তা আগে থেকে বলা অসম্ভব। শুনতে অবাক লাগলেও এই অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছে সুপার কম্পিউটার। [এবার জলের ফোঁটায় চলবে কম্পিউটার]

মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি একটি সুপার কম্পিউটারের সাহায্যে প্রায় ১০০ শতাংশ নিখুঁতভাবে মৃত্যুর দিনক্ষণ বলে দেওয়া যাচ্ছে বলে জানা গিয়েছে। [কম্পিউটারের এই 'কমন মিথ'-গুলি আদৌও গ্রহণযোগ্য নয়]

এবার সুপার কম্পিউটার বলে দেবে মৃত্যুর নির্ভুল দিনক্ষণ!

বস্টনের বেথ ইজরায়েল ডিকোনেস মেডিক্যাল সেন্টারে এই মেশিনটি বসানো হয়েছে। গত ৩০ বছর ধরে প্রায় আড়াই লক্ষ মানুষের উপর পরীক্ষা-নিরীক্ষার পরে এমন সিদ্ধান্তে আসা হয়েছে বলে জানা গিয়েছে।

এই সুপার কম্পিউটারের সাহায্যে দুরন্ত গতিতে রোগ নির্ণয় করে সঠিক চিকিৎসা করা যেমন সম্ভব হয়েছে, তেমনই কবে মৃত্যু হবে সেটাও বলে দেওয়া যাচ্ছে একেবারে নিখুঁতভাবে।

বস্টন হাসপাতালের চিকিৎসক স্টিভ হর্গ জানিয়েছেন, এটি তৈরির উদ্দেশ্য, যাতে আরও ভালোভাবে চিকিৎসা পরিষেবাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। সেজন্য হাসপাতালের প্রতিটি রোগীকে এই সুপার কম্পিউটারের সঙ্গে যুক্ত করা হয়েছে।

প্রতি তিন মিনিট অন্তর রোগীর শরীরের সমস্ত অবস্থা পর্যবেক্ষণ করে এই কম্পিউটারটি রিপোর্ট দেয়। যখন কোনও রোগী সম্পর্কে নেগেটিভ রিপোর্ট দেয় এটি, তখন অন্তত ৯৬ শতাংশ ক্ষেত্রে চিকিৎসকেরা ধরে নেন রোগী মারা যাবে।

চিকিৎসক হর্গ জানিয়েছেন, কোনও রোগী সম্পর্কে সুপার কম্পিউটারের 'না' বলা মানে আগামী ৩০ দিনের মধ্যে তিনি মারা যাবেন। আর এমনটাই হয়।

English summary
Super computer that knows if you're going to die
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X